কার্ডুয়াস Q
Carduus Q
জন্ডিস ও লিভারের রোগ সমুহের জন্য
ভুমিকা : কার্ডুয়াস একটি জেনেটিক নাম। এটি হোমিওপ্যাথিক টিংচার সিরাপ। যা জন্ডিস সহ লিভারের রোগ সমুহে চমৎসার ভাবে কাজ করে। পিত্ত পাথুরী জনিত সমস্যা এবং অতিরিক্ত মদ্যপানে লিভারের অস্বাভাবিক কার্যক্রমে কার্যকরী ঔষধ। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
উপদান : Carduus and other natural herbs.
কার্যকারিতা : জন্ডিস, পিত্ত নি:সরণ, অস্বাভাবিক লিভার ফাংশন, পিত্ত পাথুরী জনিত ভয়ানক শুল বেদনা, জন্ডিসের সাথে গাড় হলুদ প্রস্রাব, তিক্ত সবুজভ বমি এবং যকৃতের দোষ জনিত পীড়ায় কার্যকর।
সেনবিধি : প্রাপ্ত বয়স্করা ২ চামচ ঔষধ, অপ্রাপ্ত বয়স্করা ১ চামচ ঔষধ দিনে ৩ বার অথাব রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে অনুযায়ী সেবন করতে হবে।
সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।