মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

কার্ডুয়াস Q (জন্ডিস ও লিভার)

আরোগ্য হোমিও হল / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৪ পূর্বাহ্ন

কার্ডুয়াস Q

Carduus Q

জন্ডিস ও লিভারের রোগ সমুহের জন্য

ভুমিকা : কার্ডুয়াস একটি জেনেটিক নাম। এটি হোমিওপ্যাথিক টিংচার সিরাপ। যা জন্ডিস সহ লিভারের রোগ সমুহে চমৎসার ভাবে কাজ করে। পিত্ত পাথুরী জনিত সমস্যা এবং অতিরিক্ত মদ্যপানে লিভারের অস্বাভাবিক কার্যক্রমে কার্যকরী ঔষধ। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপদান : Carduus and other natural herbs.

কার্যকারিতা : জন্ডিস, পিত্ত নি:সরণ, অস্বাভাবিক লিভার ফাংশন, পিত্ত পাথুরী জনিত ভয়ানক শুল বেদনা, জন্ডিসের সাথে গাড় হলুদ প্রস্রাব, তিক্ত সবুজভ বমি এবং যকৃতের দোষ জনিত পীড়ায় কার্যকর।

সেনবিধি : প্রাপ্ত বয়স্করা ২ চামচ ঔষধ, অপ্রাপ্ত বয়স্করা ১ চামচ ঔষধ দিনে ৩ বার অথাব রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে অনুযায়ী সেবন করতে হবে।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev