শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

এন – ৯২ (হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন

এন – ৯২ পরিপাক ক্রিয়া (হজম শক্তি) বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক।

 N – 92 (Pancreas) Increase Enaymes of digestion

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূল মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : হজমে এনজাইম বৃদ্ধি, বমি, বমি ভাব, অন্ত্রে ব্যথা, বদহজম, এছাড়াও পাকস্থলীর বিভিন্ন অঙ্গের ক্ষমতা বৃদ্ধিতে এন – ৯২ ঔষধ অত্যান্ত কার্যকর।

 

সেবন বিধি : তরুণ রোগ (একিউট ডিজিজ) এর ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ পানিতেতে মিশিয়ে এক ঘন্টা পরপর তারপর  সবন করতে হবে, কিছুটা উন্নতি হলে দুই ঘন্টা পরপর সেবন করুণ। যদি আরো উন্নতি হয় তা হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেবন করতে হবে। পুরাতান (ক্রনিক ডিজিজ) ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ নিতে মিশিয়ে দৈনিক সকালে-দুপুরে-রাত্রে অথবা সকাল ও রাতে খাবার ১৫ মিটিন আগে অথবা খাওয়ার ১৫ মিনিট পরে সেবন করুণ।

বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

বিশেষ :দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বতিক্রিয়া : এন – ৯২ ঔষধে কোন পার্শ্বতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev