শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

এন – ৮৪ (এল্যার্জির সমস্যায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন

এন – ৮৪ এ্যালার্জি বিশেষ করে স্বরঘঠিত এল্যার্জিও সমস্যায় কার্যকর।

Pollen N – 84 Inhalent Allerty Drops

প্রস্তুতকারী : আল-নূর মেডিকা (প্রাঃ) লিঃ, লাহোর পাকিস্তান।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

কার্যকারিতা : এ্যালার্জি একটি সর্বজনীন বহুল প্রচলিত শব্দ। কিন্তু এ্যালার্জি সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই। শ্বাসকষ্ট, এক্জিমাসহ বহু চর্মরোগেরই কারণই হচ্ছে এলার্জি। কোন জিনিস যদি শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি কর তবে তাকে এ্যালার্জি বলা হয়। হাঁপানির সঙ্গে এ্যালার্জির গভীর সম্পর্ক আছে। দূষিত বাতাস, ধোঁয়া, কাঁচা রংয়ের গন্ধ, চুনকাম, ঘরের ধুলা, পুরনো ফাইলে ধুলা, দেহে এ্যালার্জিক বিক্রিয়া করে হাঁপানির রোগের সৃষ্টি করে। কাজেই যাঁরা হাঁপানিতে ভুগছেন তাঁদেরকে এগুলো থেকে দুরে থাকতে হবে। ছত্রাক দেহে এ্যালার্জি তথা হাঁপানি রোগ সৃষ্টি করে।

এছাড়াও  মশা, বেলেমাছি, মৌমাছি, বোলতা, ভীমরুল প্রভৃতি পতঙ্গের কামড়ে দেহে এ্যালার্জির সৃষ্টি হয়। এছাড়া রোমশ, বিড়াল, কুকুর, অশ্ব প্রভৃতি গৃহপালিত পশু অনেক সময় এ্যালার্জি সৃষ্টির কারণ হতে পারে। এক্ষেত্রে ত্বকে চাকা চাকা হয়। আর ফুলে ওঠে সেই সঙ্গে থাকে প্রচন্ড চুলকানি। আবার আমরা শিশুদের টিকা দিয়ে থাকি ভ্যাকসিন দেয়ার পর আপনার শিশুকে যদি এ্যালার্জি চুলকানি ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে তা হলে এন – ৮৪ অত্যান্ত কার্যকরী।

 

সেবন বিধি : তরুণ রোগ (একিউট ডিজিজ) এর ক্ষেত্রে ১০ ফোঁটা করে পানিতে মিশিয়ে এক ঘন্টা পরপর তারপর কিছুটা উন্নতি হলে দুই ঘন্টা পরপর। আরো উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেবন করতে হবে। পুরাতান (ক্রনিক ডিজিজ) ক্ষেত্রে ১০ ফোঁটা করে পানিতে মিশিয়ে দৈনিক সকালে ও রাতে অথবা সকালে-দুপুরে-রাত্রে খাবার ১৫ মিটিন আগে অথবা খাওয়ার ১৫ মিনিট পরে সেবন করুণ।

বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

বিশেষ :দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন- ৮৪ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া  আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev