মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

এন – ৭৮ (চোখের ছানি পড়া ও নানাবিধ চোখের ড্রপস)

আরোগ্য হোমিও হল / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

এন – ৭৮ চোখের ছানি পড়া ও নানাবিধ চোখের ড্রপস।

Euphrasia N – 78 Eye-Drops

কার্যকারিতা : অক্ষিমুকুল (লেন্স) অথবা আচ্ছোদপটল, (কর্নিয়া) এর অস্বচ্ছতার প্রারম্বিক অবস্থা, নেত্র নেত্রবর্ত্নপ্রবাহ (কনজাংকটিভাইটিস), অক্ষিপত্র প্রদাহ, (ব্রফারাইটিস), বৃদ্ধ ব্যাক্তিদের দৃষ্টিশক্তির গোলযোগ এবং চোখের অতিশ্রমজনিত সমস্যাবলীর চিকিৎসায় ব্যবহার করা হয়। ছানি প্রাথমিক স্তরে দুর করে, ঝাপসা দৃষ্টি দুর করে এবং নেত্রবর্ত্নের উপদাহিতা, অতিরিক্ত পাঠ্য দান বা পড়া, টিভি দেখা বা কম্পিউটারে কাজ করা হেতু চোখের অতিশ্রম জনিত সমস্যায়, গাড়ীর ধোঁয়া এবং পরিবেশগত বায়ুদূষণহেতু চোখের সমস্য্যবলীর এবং অপারেশন থেকে চোখকে রক্ষা করতে এন – ৭৮ ড্রপস অত্যান্ত কার্যকরী।

 

সেবন বিধি : সেবন বিধি : তরুণ রোগ (একিউট ডিজিজ) এর ক্ষেত্রে ১০ ফোঁটা করে পানিতে মিশিয়ে এক ঘন্টা পরপর তারপর কিছুটা উন্নতি হলে দুই ঘন্টা পরপর। আরো উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেবন করতে হবে। পুরাতান (ক্রনিক ডিজিজ) ক্ষেত্রে ১০ ফোঁটা করে পানিতে মিশিয়ে দৈনিক সকালে ও রাতে অথবা সকালে-দুপুরে-রাত্রে খাবার ১৫ মিটিন আগে অথবা খাওয়ার ১৫ মিনিট পরে সেবন করুণ।

বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

বিশেষ :দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। আরও আলো ফলাফলের জন্য

চোখে ব্যবহারের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। Cineraria-Maritima Eye-Drops

 

 

পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ৭৮ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev