শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

এন – ১৬ (মাথা ব্যথা)

আরোগ্য হোমিও হল / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন

এন – ১৬ (মাথা ব্যথা)

Sanguinaria Nit N – 16 (Migraine and Headach Drops)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : তরুণ ও পুরাতন মাথা ব্যথা, দুরারোগ্য মাথা ব্যথা, স্নায়ুবিক মাথা ব্যথা। রক্ত সঞ্চার জনিত মাথা ব্যথা, সর্দিজনিত মথা ব্যথা, মাইগ্রেন, এক পাশ্বীয় সার্বিক স্নায়ুবেদনা, মাথা ব্যথাসহ সর্ব প্রকার ব্যথায় এন – ১৬ ব্যবহার করা যায়।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে  ২ ঘন্টা পর সেবন করতে হবে। আরও কিছুটা উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য। পুরাতন রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ। সম্পর্ণ সুস্থ হলে আরও ৩ মাস ঔষধ সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev