এন – ০৯ (কফ ড্রপস)
Bryonia Alb N – 9 (Cough Drops)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।
কার্যকরিতা : রোগীর শ্বাসতন্ত্রের উপরিভাগের সমস্যা হলে, মাইমোলেরিং গোপ্যারিং, জন্ডিস, বিশেষ করে ব্রংকাইটিস ও হুপিং কফের সর্ব অবস্থায় এন – ৯ সেব্য। পুরাতন ব্রংকাইটিস এ কফ উঠাতে সাহায্য করে। ব্রংকিয়াল হাঁপানিতে অত্যান্ত কার্যকর।
সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে এক ঘন্টা পর পর সেবন করতে হবে। তার পর কিছু উন্নতি হলে ২ ঘন্টা পর সেবন করতে হবে। আরও কিছুটা উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য। পুরাতন রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ। আরো ভাল ফলাফলের জন্য সঙ্গে Brolax Syrup খাওয়া যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ০৯ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট“ করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।