শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

এন -০১ (ব্যথার ড্রাপ)

আরোগ্য হোমিও হল / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন
এন -০১ (ব্যথার ড্রাপ)

এন -০১ (ব্যথার ড্রাপ)

N-01 (Pain Drops)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, হৃষ্টপুষ্ট, মোটাসোটা, হাস্যময়, প্রফুল্ল, প্রাণবন্ত, দেথতে সুন্দর চেহারা। পিত্ত, রস ও রক্তপ্রধান ধাতুর লোক যারা সুস্হ অবস্হায় ভাবভঙ্গী ও চলাফেরায় সজীবতা বিদ্যমান ও আমেদপ্রিয়। কফ ও পিত্তপ্রধান ধাতুবিশিষ্ট। মোটা স্ত্রীলোক ও শিশু যাদের পাতলা চুল, গায়ের রঙ ফর্সা, অনূভূতিপ্রবণ, স্মায়ুবিক, টিউবারকুলার ধাতুযুক্ত, একটুতেই সর্দি-কাশি লাগে, চুল কাটার পরে বা ঠাণ্ডা বাতাসে চড়লে টনসিল প্রদাহ।

মাথায় দপদপানি ব্যথা থাকে। কোন কিছু গিলিবার সময় গলায় ব্যথা অনুভূতি হয়। মুখ ও চক্ষু লালবর্ণ হয়, মাথা ভারী হয়, ঘাড়ের দুই ধমনী দপদপ করে। তরল কিছু গিলিবার সময় গলায় কষ্ট অনুভব হয়। পিঠে এবং কোমরে বেদনা, নড়াচড়ায় কষ্টনুভব-মনে হয় যেন কোমর ও পিঠ ভাঙ্গিয়া যাইবে। তলপেটে ও কুঁচকীর উপর তীব্র বেদনা, কাপড়ও রাখা যায় না এত বেদনা অনুভূত হয়। গাল, গলা, গ্ল্যান্ড লাল, উহাতে টাটানি বেদনা, হাত দিয়া স্পর্শ করা যায় না। স্ত্রীলোকদের শীঘ্র ঋতু আরম্ভ হয়। স্রাবের অধিক হয়, সেই সাথে কাল চাপ রক্ত খুবই গরম। স্রাবের সহিত নিচের পেটে বেদনাও থাকে। চোখের পাতা ভারীবোধ, চোখ হইতে জল পড়ে।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পাশর্^প্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev