শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

এইচ আর – ৮৩ (স্পার্মাটোরিয়া চিকিৎসায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩১ পূর্বাহ্ন
এইচ আর - ৮৩ (স্পার্মাটোরিয়া চিকিৎসায় কার্যকর)

এইচ আর – ৮৩ (স্পার্মাটোরিয়া চিকিৎসায় কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : স্পার্মাটোরিয়ায় চিকিৎসায় ব্যবহার করা হয়।

কার্যকারিত : ঘুমের সময় বীর্য নিঃসরণ ও মলত্যাগের পরে তন্দ্রা অনুভব করে। প্রোস্ট্যাটিক তরল ক্ষতির জন্যও সহায়ক।

এইচ আর – ৮৩ ঔষধের লক্ষণ :

ডায়োস্কোরিয়া ভিলোসা (Dioscorea Villosa) : ডায়োসজেনিন এর মধ্যে রয়েছে পুরুষ হরমোন (DHEA) উৎপাদনে সহায়তা করে থাকে।

অ্যাসিডাম ফসফরিকাম (Acidum phosphoricum) : রাতে এবং মল নির্গমন, সেমিনাল ভেসিকুলাইটিস, প্রোস্টেটরিয়া, এমনকি নরম মল অতিক্রম করার সময়, অণ্ডকোষের একজিমা।

স্যালিক্স নিগ্রা (Salix Nigra) : সব সময় খারপ চিন্তা এবং লম্পট স্বপ্ন, হিস্টিরিয়া এবং নার্ভাসনেস ইত্যাদি।

সিনকোনা অফিসিয়ালিস (Cinchona Officinalis) : উত্তেজিত লম্পট অভিনব। ঘন ঘন নির্গমন, মহা দুর্বলতা দ্বারা অনুসরণ। অর্কাইটিস ইত্যাদি।

এরিঞ্জিয়াম অ্যাকুয়াটিকাম (Eryngium aquaticum) : সামান্য কারণ থেকে ঢ়ৎড়ংঃধঃরপ তরল স্রাব হয়. ইরেকশন ছাড়াই সেমিনাল নির্গমন হতে থাকে।

এইচ আর – ৮৩ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৮৩ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev