শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

এইচ আর – ১০১ (জ্বালাপোড়া ও চুলকানিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৫ অপরাহ্ন

এইচ আর – ১০১ (জ্বালাপোড়া ও চুলকানিতে কার্যকর)

ক্যাটাগরি : এইচ আর – ১০১ মাসুদ হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী কম্বিনেশন প্রস্তুত।

কার্যকারিতা : এইচ আর – ১০১ হলো একটি কার্যকরী হোমিওপ্যাথিক ফর্মুলেশন যা সারকোপ্টেস স্ক্যাবিই দ্বারা সৃষ্ট স্ক্যাবিসের চিকিৎসায কার্যকর।

এইচ আর – ১০১ ঔষধের ব্যবহার : জ্বালা ও চুলকানি, ত্বকের পৃষ্ঠে লাল দাগ এবং শুষ্ক দাগ মাথার ত্বকের দাগ ইত্যাদি লক্ষণে ব্যবহার করা হয়।

এইচ আর – ১০১ কম্বিনেশন ঔষধ প্রতিটি ১মিলি এর মধ্যে রয়েছে :

১/ কেলি সালফিউরিকাম (Kali Sulphuricum) 1X – একজিমা; জ্বলন, চুলকানি, প্যাপুলার বিস্ফোরণ। ছুলি. সেবোরিয়া ইত্যাদি।

২/ সালফার Sulphur)- 6DH – স্থানীয় ওষুধের পরে ত্বকের অনুরাগ। প্রুরিটাস, বিশেষত উষ্ণতা থেকে, সন্ধ্যা হয়, প্রায়ই বসন্তের সময়, স্যাঁতসেঁতে আবহাওয়ায় পুনরাবৃত্তি ইত্যাদি।

৩/ আজাদিরচটা (Azadirachta Indica) 6C – শরীরে প্রচুর চুলকানি; জ্বলন্ত এবং কাঁটা; পিঠে সুদামিন ইত্যাদি।

৪/ ইচিনেসিয়া অ্যাংগুস্টিফোলিয়া: (Echinacea Angustifolia) Ø – ঘাড়ের ত্বকে তীব্র চুলকানি ও জ্বালাপোড়া। ত্বকে ছোট ছোট প্যাপিউল, লালচেভাব ইত্যাদি।

এ ধরণের ঔষধ সম্পের্কে জানতে ক্লিক করুণ – কেন্ট ১৮ (চর্ম রোগে কার্যকর)

এইচ আর ১০১ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৮/১০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এ ধরণের ঔষধ সম্পের্কে জানতে ক্লিক করুণ – এন – ৬৫ (চুলকানী যুক্ত চর্মরোগে কার্যকর)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এ ধরণের ঔষধ সম্পের্কে জানতে ক্লিক করুণ – র‌্যাক্স নং- ২৩ (রক্ত, চর্মরোগ)

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর ১০১ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev