শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

অতিরিক্ত রক্তস্রাব বা মেনোরেজিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা

আরোগ্য হোমিও হল / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন
অতিরিক্ত রক্তস্রাব বা মেনোরেজিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা

অতিরিক্ত রক্তস্রাব বা মেনোরেজিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো মেয়েদের অতিরিক্ত রক্ত¯্রাব বা মেনোরেজিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আজকের জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

অতিরজ বা অতিরিক্ত রক্তঃস্রাব এবং হোমিওপ্যাথি। স্ত্রীলোকগণের মাসিক ঋতুর অত্যাধিক স্রাবকে অতিরজ বা মেনোরেজিয়া (Menorrhagia) বলা হয়।

অতিরজ বা অতিরিক্ত রক্তস্রাব বা মেনোরেজিয়া :
মহিলাদের মাসিক ঋতুর অত্যাধিক স্রাবকে অতিরজ বা মেনোরেজিয়া (Menorrhagia) বলে। পূর্বে জরায়ু হতে যে কোন স্রাবকে অতিরজ বলা হতো, কিন্তু বর্তমানে অতিরিক্ত স্রাবকেই অতিরজ বলা হয়। আর ঋতুর সাথে সম্পর্কহীন স্রাবকেই জরায়ু স্রাব বলা হয়।

আরও পড়ুন –  এইচ আর – ২১ (মাসিক সমস্যায় কার্যকর)

অতিরজকে তিনটি বিভাগে ভাগ করা যায়, যথা :
(১) ক্রিয়াবিকার কার্যবিকৃত জনিত অতিরজ (Functional menorrhagia): এতে স্রাব পরিমাণে অথবা দ্রুততায় বা উভয় প্রকারেই বর্ধিত হয়।
(২) যান্ত্রিক অতিরজ (Organic menorrhagia): : এতে যৌনযন্ত্রের কোন নিশ্চিত বিকলতার জন্য স্রাব হয়।
(৩) সহানুভূতিক অতিরজ (Sympathetic menorrhagia): : এতে কোন সাধারণ ব্যাধির গুরুতর আকার ধারণের জন্যই অতিরিক্ত স্রাব হতে পারে।

অতিরজ বা Menorrhagia কারণ :
(ক) জরায়ু অথবা যোনি পথে টিউমার।
(খ) জরায়ু মুখ অথবা যোনি গাত্রে পলিপাস।
(গ) জরায়ু অথবা যোনি অভ্যন্তরে ক্যান্সার।
(ঘ) ডিম্বকোষ অথবা ডিম্বনালীর প্রদাহ।
(ঙ) জরায়ু স্থানচ্যুতি অথবা জরায়ুর অধঃগমন (Prolapse) ।
(চ) স্ত্রী হরমোনের গন্ডগোল থাকলে।
(ছ) ঋতুস্রাব বিলম্বে হয়।
(জ) রোগীণীর রক্তস্রাবের প্রবণতা বেশি।
(ঝ) গর্ভপাত (Abortion) অথবা প্রসবের (Delivery) পর জরায়ুর মধ্যে ফুলের অংশ আটকে থাকলে এ সমস্যা হয়।

আরও পড়ুন –  কেন্ট ৪৬ (অতিরজঃস্রাব রোগে কার্যকর)

অতিরজ লক্ষণসমূহ :
(১) ঋতুস্রাব অধিক পরিমাণে হওয়ায় রোগিণী রক্তল্পতায় ভুগতে থাকে। মাসিক স্রাব ৭-১০ দিন অথবা তার বেশী দিন স্থায়ী হতে পারে।
(২) টিউমার অথবা পলিপাস থাকলে চাপা চাপা রক্তের ডেলা সঙ্গে তরল রক্ত জরায়ু থেকে নির্গত হয়ে থাকে।
(৩) হরমোনের অভাবজনিত কারণে ঋতুস্রাবে বিলম্ব হওয়ার পর ঋতু¯্রাব শুরু হলেই কোমর, তলপেট ও জরায়ুতে ব্যথাসহ প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়।
(৪) রক্তস্রাবের রং (Color of blood) বিশেষ করে বয়স্ক নারীর ক্ষেত্রে কালচে মাছ ধোয়া জলের ( ইষধপশরংয, ভরংযু ধিঃবৎ) মত অল্প অল্প করে বহু দিন রক্তস্রাব হতে পারে।

অতিরজ বা অতিরিক্ত রক্তস্রাব এবং হোমিওপ্যাথি ঔষধ : 
একোনাইট ন্যাপ (Aconite Nap) : বিশেষভাবে রক্তপ্রধান ধাতুবিশিষ্ট্য স্ত্রীলোকদের অতিরজে কার্যকরী। রোগিণী শোয়া থেকে উঠলে মাথা ঘুরে, আবারও শোতে বাধ্য হয়। রোগিণী উত্তেজিত এবং ভীতা বা ভয়ের কোন কারণ না থাকলেও সে মারা যাবে এটাই নিশ্চিত মনে করে বসে। রোগের অবস্থা আরও খারাপ হবে, সবসময় এই ভয় থাকে।

এগারিকাস মাসকেরিয়াস (Agaricus Muscarius) : এগারিকাস মাসকেরিয়াস ঋতু অত্যান্ত অধিক পরিমানে হয়, জননযন্ত্রে তিরতির অনুভূতি। ঋতুস্রাব পরিমাণ খুবই বেশি ও জ্বালা এর প্রধান বিশেষত্ব।

এম্ব্রাগ্রিসিয়া (Ambragricia) : দুই ঋতুর মধ্যবর্তী সমযইে় রক্তস্রাব। অতি সামান্য কারণে রক্তস্রাব। বাহ্যের পর বা তুলনামূলক ভাবে একটু চলাফেরা করলেই বেশি রক্তস্রাব হয়।

অ্যামোন কার্ব (Ammon carb) : অত্যান্ত বেদনার সাথে কালো কালো চাপ চাপ রক্তস্রাব হয়। পেট ও কোমরে অত্যান্ত বেদনা করে। ঋতুকালীন কলেরার ন্যায় লক্ষণ প্রকাশ পায়।

আরও পড়ুন –  এন – ২৮ (ঋতুস্রাব জনিত ড্রপস)

এমনিয়াম মিউরিয়েটিকাম (Ammonium Muriaticum) : কোমরে ও পেটে ভয়ানক ব্যথার সাথে যথা-সময়ের আগেই পরিমাণ ঋতুস্রাব হয়। স্রাব দিনে কম থাকে অথবা বন্ধ থাকে, কিন্তু রাত্রে অধিক পরিমাণে হয়। ঋতুকালে প্রতিবার বাহ্যের সময়ে জরায়ু হতে কিছু পরিমাণে রক্ত নির্গত হয়।

এন্টিম ক্রুড (Antim Crud) : প্রসব ব্যথার ন্যায় ব্যথা, মনে হয় জরায়ু হতে কিছু বের হয়ে যাবে এমন অনুভূতিসহ অতিরিক্ত রক্তস্রাব।

এপিস মেলিফিকা (Apis Mellifica) : জরায়ুর মধ্যে টাটানি, জ্বালা, তীব্র হুলবিদ্ধ মতো যন্ত্রণাসহ অতিরজ। জরায়ু হতে যখন-তখন রক্তস্রাব বের হয়। জরায়ুর নানাবিধ টিউমার অথবা কর্কটরোগহেতু রক্তস্রাবে উপকারী। শোথ (Edema), বিশেষ করে চোখের নিচের পাতায় (Lower eye lid) শোথ। পিপাসাহীনতা এবং রোগিণীর মুক্তবায়ু ও ঠান্ডা দ্রব্যে প্রতি আকাঙ্খা।

এপোসাইনাম ক্যানাবিনাম (Apocynum Canabinum) : একদিন বা দুইদিন স্বাভাবিক রক্তস্রাবের পরে আবার অত্যান্ত অধিক পরিমাণ রক্তস্রাব হয়। তরল রক্তস্রাবের সঙ্গে ঝিল্লিখন্ড নির্গত হয়।

 

আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum Nitricum) : রক্তস্রাবের সময় কোমরে ও কুঁচকিতে কেটে ফেলার ন্যায় বেদনাসহ অতিরজ। অল্পবয়স্ক মেয়ে ও বিধবাদের অতিরজ। বন্ধ্যাত্বসহ অতিরজ, স্নায়ুবিক উত্তেজনা। পদদ্বয়ে অত্যান্ত দুর্বলতা বোধ করে এবং মস্তক যেন ক্রমে বড় হচ্ছে এ রকম মনে হয়। অনাবৃত অবস্থায় শীত শীতভাব অথচ গায়ে কিছু দিলে রোগিণীর দম বন্ধ হয়ে আসে। রোগিণী উন্মুক্ত বাতাস চায়। স্বামিসহবাসে বেদনাবোধ করে। রতিক্রিয়ার পরে জরায়ু হতে রক্তস্রাব হয়।

আর্নিকা মন্ট (Arnica Mont) : পতন অথবা জরায়ুতে আঘাত লাগার পরে অতিরজ। চাপ চাপ মিশ্রিত উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব । কোমরে বেদনা, ঔই বেদনা কুঁচকি দিয়ে নেমে ঊরু বেয়ে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হয়। রোগিণীর পদদ্বয় ঠান্ডা, কিন্তু মাথা গরম।

আর্সেনিক অ্যালবাম (Arsenic Album) : অত্যান্ত দুর্বল, কৃশা, রক্তহীনতা, অবসন্না, নারীদের জন্য কার্যকরী। জরায়ু হতে দুর্গন্ধযুক্ত তরল শ্বেতপ্রদর স্রাব হয়। রোগিণী অত্যন্ত অস্থিরতা (Restlessness), উদ্বেগ (Anxiety) এবং মৃত্যুভয় থাকে, বাতে আক্রান্ত রোগিণীর অত্যন্ত অবসন্নাবস্থা। জরায়ুর মধ্যে জ্বালা, উদ্বেগ, জ্বর এবং মুখমধ্যে ক্ষত ইত্যাদি।

আরও পড়ুন –  গাইনো কার্ড ট্যাবলেট (শ্বেত প্রদর ও মাসিকের সম্যাসায় টনিক)

বেলাডোনা (Belladona) : উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব, ঝলকে ঝলকে রক্ত বের হয়। উষ্ণ রক্ত নির্গত হওয়ার সময়ে উষ্ণস্পর্শ মনে হয়। জরায়ুর নিচে চাপবোধ, রোগিণীর মনে হয় যেন পেটের সব নাড়িভুঁড়ি যোনিপথ দিয়ে বের হয়ে যাবে। প্রাতকালে এই ব্যথা বৃদ্ধি পায় কিন্তু দাঁড়াইলে অথবা সরলভাবে উপবেশন হ্রাস পায়। ডিম্বকোষে টাটানি এবং স্পর্শকাতর ব্যাথা, হাত দেওয়া যায় না। পা ঠান্ডা, কিন্ত মাথা গরমবোধ, ক্যারটিড ধমনীর (Carotid vein) উল্লম্ফন।

বোরাক্স (Borax) : অতি শীঘ্র শীঘ্র প্রচুর পরিমাণ ঋতুস্রাব হতে থাকে। বমনেচ্ছা এবং বেদনা, সে বেদনা পাকস্থলী হতে কোমর পর্যন্ত বিস্তৃত হয়। অত্যন্ত স্নায়বিক প্রকৃতির স্ত্রীলোকের অত্যধিক ঋতুস্রাব হয়। রোগিণী সামান্য শব্দেই চমকে উঠে ও নিম্নগতিতে ভয় পায়, যেমন সিঁড়ি দিয়ে নিম্নাবতরণ বা নিচের তলায় যাওয়া ইত্যাদি।
ব্রায়োনিয়া এলবাম (Bryonia Alba) : ঋতুস্রাব যথা সময়ের অনেক আগে হয় এবং অত্যধিক পরীমাণে হয়। ঋতুস্রাব গাঢ় লালবর্ণের। কোমরে ব্যথা, মাথা ধরা, রোগিনীর মনে হয় মাথা ফেটে যাবে। সামান্য সঞ্চালনেও সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়। শয়নাবস্থা হতে উঠে বসলে অথবা আহারের পরে বমনেচ্ছা ভাব।

ক্যাল্কেরিয়া-কার্ব (Calcaria Carb) : রোগিণী গৌরবর্ণা, স্থুলদেহ বা মোটা এবং শিথিল মাংশবিশিষ্টা স্ত্রীলোকদের অতিরজ বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয় থাকে। যে সকল স্ত্রীলোক সামান্য পরিশ্রমে প্রচুর পরিমাণে ঘর্ম হয় ও রাত্রিকালেও অম্লগন্ধবিশিষ্ট শ্বেদ নির্গত হয় তাদের পক্ষে কার্যকরী । রোগিণী অত্যন্ত দুর্বলতা অনুভব করে, বেশি হাঁটতে ও সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, হাঁপানি বা শ্বাস কষ্টের মতো হয়। পা দুটি স্বাভাবিক ভাবেই শীতল (Cold), , রোগিণীর মনে হয় ভেজা মোজা (Wet socks ) পায়ে দিয়ে আছে। অতি দ্রুত বর্ধনশীল এবং মেদ প্রবণা যুবতীদের ব্যাধি। অতি শীঘ্র শীঘ্র ঋতুস্রাব হয় ও তা দীর্ঘদিন স্থায়ী হয়। সামান্য মানসিক উত্তেজনাতেই প্রচুর পরিমাণে রজঃস্রাব। জরায়ুর মধ্যে নানা প্রকারের টিউমারের উৎপত্তি। স্তন্যদানকালেও প্রচুর পরিমাণে ঋতুস্রাব।

আরও পড়ুন –  অ্যালুমিনা (3x-6x)

ক্যান্থারিস (Cantharis) : ঋতু যথাসময়ের পূর্বে অত্যন্ত অধিক পরিমাণে হয়। ঋতু¯্রাব রং কালো, মূত্রত্যাগের সময় কর্তনবৎ বেদনা এবং জ্বালাসহ মূত্রকৃচ্ছতা। ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা। বন্ধ্যা স্ত্রীলোকের পক্ষে অধিকতর কার্যকর।

কার্বো ভেজিটেবিলিস (Carbo Vegetabilis) : শীঘ্র শীঘ্র অত্যন্ত ঋতু স্রাব প্রচুর পরিমাণে নির্গত হয় । যোনিতে কন্ডুয়ন ও জ্বালাজনক ক্ষত। রোগিণীর ঋতুস্রাবের পূর্বে মানসিক অবসাদ। যোনি হতে দুর্গন্ধ স্রাব নিঃসরণ হয়। পেটফাঁপা, দুর্গন্ধযুক্ত বায়ু এবং মলনিঃসরণ। ঋতুস্রাবেও অত্যন্ত পচা দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধযুক্ত বিদাহী শ্বেতপ্রদর। যে স্থানে লাগে সে স্থান হেঁজে যায়।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev