সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

সাক্সিনাম (Succinum)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
ষ্ট্রোফেন্থাস হিস্পিডাস-Strophanthus Hispidus
হোমিও বই

সাক্সিনাম (Succinum)

পরিচয় – ইলেকট্ন-এম্বার (Electron-Amber)

একটি জীবাশ্মজাত সালন (A Fossil Resin)

ডা: ইউলিয়াম বরিক।

স্নায়বিক হিষ্টিরিয়াজনিত উপদ্রব। হাঁপানি। প্লীহা রোগ।

মস্তক : রেলগাড়ী ও আবদ্ধস্থানের ভয়। শিরঃপীড়া, অশ্রস্রাব, হাঁটি।

শ্বাসযন্ত্র : হাঁপানি, যক্ষার সুচনা, পুরাতন বায়ুনলী-প্রদাহ। বক্ষে বেদনা, হুপিয় কাশি।

সম্বন্ধ : তুলনীয় – এম্বারগ্রিসের সহিত ইহাকে ভুল করিবে না (এম্ব্রা)। স্যাক্সিনিক এসিড (প্রতিশ্যায় লক্ষণ জ্বর থাকিয়া থাকিয়া হাঁচির আবেগ, নাক দিয়া জলবৎ সর্দি নিঃসরণ, হাঁপানি। শ্বাসপ্রণালীর মধ্যে প্রদাহ, তাহার ফলে হাঁপানি, বক্ষবেদনা প্রভৃতি। চক্ষুর পাতায়, চক্ষুকোণে এবং নাসিকায় জ্বালা, দমকা বাতাসে বৃদ্ধি। ৬ষ্ট হইতে ৩০শ শক্তি ব্যবহার্য। আরও তুলনীয় – অরাণ্ডো, উয়েথিরা, স্যাবডিলা, সিনাপিস।

মাত্রা : ৩য় বিচুর্ণ। তৈলের ৫ ফোঁটা মাত্রায়।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev