ট্যাবলেট নিওবা (Tablet NEOBA) সাধারণ বলকারক, স্নায়ুবিক শক্তিবর্ধক, উদ্দীপক
ক্যাটাগরি : সাধারণ বলকারক (হামর্দদ ঔষধ।
ব্যবহার : সাধারণ বলকারক, স্নায়ুবিক শক্তিবর্ধক, উদ্দীপক।
কার্যকারিতা : যৌন দুর্বলতা, সাধারণ দুর্বলতা ও স্নায়বিক দুর্বলতায় কার্যকরী।
উপদান – প্রতি ট্যাবলেটে রয়েছে –
(1) Hen’s egg yolk (মুরগীর ডিমের কুসুম) ৬০.০০ মিগ্রা।
(2) Asphalt (সালাজীত) ৩০.০০ মিগ্রা।
(3) Ambra grasea (আম্বর) ২৪.০০ মিগ্রা।
(4) Crocus sativus (জাফরান) ২০.০০ মিগ্রা।
(5) Myristica fragrans (arillus) (যত্রিক) ২০.০০ মিগ্রা।
(6) Calcined silver (কুশতা নুকরা) ১৬.০০ মিগ্রা।
(7) Moschus moschiferus (কস্তুরী) ৫.০০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।
সেবন বিধি : ১ ট্যাবলেট দিনে সকালে ও রাত্রে (২ বার) আহারের পর সেব্য। অধিক দুর্বলতায় ২টি ট্যাবলেট প্রতিবারে সেবন করা যেতে পারে।
ওষুধটি ২ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে পারেন।
পার্শ্বপ্রতিক্রিয়া : নিধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সর্তকতা : শিশু থেকে দুরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দুরে সুস্খ স্থানে রাখুন।
পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ২০টি ট্যাবলেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।