বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

আর ১৮৩ (অ্যান্টি অ্যালার্জি) 

আরোগ্য হোমিও হল / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
আর ১৮৩ (অ্যান্টি অ্যালার্জি) 

Dr. Reckeweg R183 /আর ১৮৩ (অ্যান্টি অ্যালার্জি) ।
R 183 (anti allergy)।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ১৮৩ (অ্যান্টি অ্যালার্জি)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg/  আর ১৮৩ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
আর ১৮৩ ড্রপসটির ইঙ্গিত : অ্যালার্জি (খড় জ্বর) দ্বারা সৃষ্ট চোখ, নাক ও এবং উপরের শ্বাস নালীর শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহজনক এর লক্ষণ।
আর ১৮৩ ড্রপসটির লক্ষণ : এটি অ্যালার্জিজনিত রোগগুলির সাথে উপরের শ্বাসযন্ত্রের ট্র্যাক্টের শক্তিশালী বা ক্রমবর্ধমান ফুলে যাওয়া, শ্বাস নিতে অসুবিধা সহ বা ছাড়াই, এবং সংকোচনের অনুভূতি বা সাধারণ অ্যালার্জি ইত্যাদি লক্ষণগুলি অন্তরভুক্ত থাকে।

আরও পড়ুন –  অ্যাডাল-১২ (চর্ম রোগ)

আর ১৮৩ ড্রপসটির মুল উপাদান মিশ্রণ :
(১) লুফা অপারকুলাটা (Luffa Operculata)।
(২) সাইলিসিয়া (Silicea)।
(৩) হিস্টামিনাম (Histaminum)।

আরও পড়ুন –  অ্যাডাল-৮৫ (এনার্জি টনিক)

আর ১৮৩ ড্রপসটির কার্যকারিতা : এটি মাথার অঞ্চলের পাশাপাশি শ্বাসযন্ত্রের ট্র্যাক্টের শ্লেষ্মা ঝিল্লিতে অ্যালার্জির প্রতিক্রিয়ার ফলে ঘটে যাওয়া লক্ষণগুলি কার্যকারিতাকে প্রভাবিত করে।
(ক) লুফা অপারকুলাটা (Luffa Operculata) : এটি শ্বসনতন্ত্রের শ্লেষ্মা ঝিল্লির সাথে হিস্টিওট্রপিক সম্পর্ক, পরিষ্কার অথবা সাদা স্রাব সহ অ্যালার্জিক রাইনাইটিস, বিশেষ করে সকালে, নাকে জ্বালাপোড়া, চুলকানি, হাঁচি, ফুলের গন্ধ ও পারফিউমের প্রতি অতি সংবেদনশীলতা।
 (খ) সাইলিসিয়া (Silicea) : এটি শ্বসনতন্ত্রের শ্লেষ্মা ঝিল্লি এবং লিম্ফ্যাটিক সিস্টেমের উপর অর্গানো-ও হিস্টিওট্রপিক প্রভাব। হাঁপানির অভিযোগের প্রবণতা, গলায় সুড়সুড়ি এবং জ্বালা যার ফলে হালকা কাশি অনুভুত হয়।

আরও পড়ুন –  এইচ আর – ২২ (একজিমা সোরিয়াসিসের চিকিৎসায় কার্যকর)

(গ) হিস্টামিনাম (Histaminum) : অ্যালার্জির লক্ষণ যেমন – চোখের পাতায় চুলকানি এবং তাপ সংবেদন, কনজেক্টিভা লাল,, উভয় নাসারন্ধ্রে বাধা এবং চুলকানি সংবেদন। শ্বাসকষ্ট, শুকনো কাশি, গলায় সুড়সুড়ি সহ সংকোচনের অনুভূতি হয়।
আর ১৮৩ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : গর্ভবতী নারীরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুণ। ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন –  এইচ আর – ৯৮ (অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশিতে কার্যকর)

সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev