শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

আর ১০ (ক্লিম্যাক্টেরিক, অনিয়মিত মাসিকের ড্রপস)

আরোগ্য হোমিও হল / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

Dr.Reckeweg R10 Climacteric. Irregular menstruation drops
আর – ১০ (ক্লিম্যাক্টেরিক, অনিয়মিত মাসিকের ড্রপস)
প্রস্তুত প্রণালী : Dr.Reckeweg R10/ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর – ১০ (ক্লিম্যাক্টেরিক, অনিয়মিত মাসিকের ড্রপস)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
ব্যবহার : আর-১০  ড্রপসটি ক্লিম্যাক্টেরিক অভিযোগ, অনিয়মিত মাসিক, পিরিয়ডের ব্যথা, লিউকোরিয়া (যোনিপথে সাদা স্রাব), তাপের ফ্লাশ, ঘামের আক্রমণ (ঘাম), শারীরিক দুর্বলতা, বিষণ্নতা, মাথাব্যথা, ফ্লুর প্রুরিটাস ভালভা, মানসিক ক্লান্তি, উদাসীনতা ইত্যাদিও চিকিৎসায় ব্যবহার করা হয়।
আর-১০ ক্লিম্যাক্টেরিক ড্রপসটি সম্পের্কে ধারণা : আর-১০ ড্রপসটি হল জার্মান হোমিওপ্যাথিক ঔষধ যা পেরি-মেনোপজ, মেনোপজ ও পোস্ট-মেনোপজ পিরিয়ড (এটিকে ক্লাইম্যাক্টেরিক অভিযোগও বলা হয়) এই ড্রপটি মহিলাদের মধ্যে বিভিন্ন সম্যার সমাধান করে। এটি নারী অঙ্গের রোগ বিশেষ করে ফ্লুর জেনিটালিস (লিউকোরিয়া), জরায়ুর সমস্যা যেমন – পেরি এবং পি অ্যারামেট্রাইটিস, ডিম্বাশয়ের প্রদাহ এবং পিরিয়ডের ব্যথায় অত্যান্ত কার্যকর।
2454
আর-১০ ক্লিম্যাক্টেরিক ড্রপসটির কার্যকারিতা : আর-১০ ক্লিম্যাক্টেরিক ড্রপসটিতে  রয়েছে অ্যাসিড সালফ (Acid Sulph) সিমিসিফুগা রেসমোসা (Cimicifuga Racemosa)  ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ঔষধ মিশ্রণ থাকায় যা ক্লাইম্যাক্টেরিক (মেনোপজ) অভিযোগে কাজ করে যেমন – তাপের ফ্লাশ, ঘামের আক্রমণ (ঘাম) ও বিষণ্নতা। এটি শারীরিক দুর্বলতা, অনিয়মিত রক্তস্রাব, মাথাব্যথা, প্রবাহিত pruritus vulvae (vulva  এর চুলকানি) এবং মানসিক ক্লান্তিতে কাজ করে।

আরও পড়ুন –  অনিয়মিত ঋতুস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

ক্লাইম্যাক্টেরিক সিনড্রোম সম্পের্কে ধারণা : তথাকথিত জীবনকালের পরিবর্তনে নারীদের ঋতুস্রাবের সমাপ্তি তার যৌন কার্যকারিতা হ্রাস এবং সন্তান ধারণের সময়কাল শেষের দিকে ইঙ্গিত করে। মহিলাদের এই ঋতুস্রাব বন্ধ হওয়া যাকে সাধারণত মেনোপজ বলা হয়। তবে এটি ক্লাইম্যাক্টেরিক নয়, কিন্তু শুধুমাত্র দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করে যে মহিলার অন্তঃস্রাব ভারসাম্যহীনতা রয়েছে। ক্লাইম্যাক্টেরিক সিনড্রোম হল ডিম্বাশয়ের হরমোনের মাত্রা হ্রাসের কারণে যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিশনকে পরিবর্তন করে এবং পেশীবহুল ব্যথা, মেজাজের ব্যাধি, খারাপ ঘুমের গুণমান এবং গরম ফ্লাশকে উস্কে দেয়।
আর – ১০ ক্লিম্যাক্টেরিক ড্রপসটির মুল উপদান :
(১)অ্যাসিড সালফ D4 (Acid Sulph D4)।
(২) সিপিয়া D4 (Sepia D4)।
(৩) সিমিসিফুগা রেসমোসা D4 (Cimicifuga Racemosa D4)।
(৪) সাঙ্গুইনারিয়া ক্যানাডেনসিস D4 (Sanguinaria Canadensis D4)

আরও পড়ুন –  কেন্ট ১২ (অনিয়মিত মাসিক রোগে কার্যকর)

আর – ১০ ক্লিম্যাক্টেরিক ড্রপসটির সমাধানে ঔষধের কার্যকারিতা : আর – ১০ ড্রপসটির মূল বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত উপাদানগুলি থেকে নেওয়া হয়েছে।
(ক) অ্যাসিড সালফ  (Acid Sulph) : পেট ফাঁপা (খাদ্য খেলে গ্যাস জমে), শারীরিক দুর্বলতা,  প্রণাম (অত্যন্ত শারীরিক দুর্বলতা অথবা মানসিক অবসাদ), রক্তক্ষরণ (একটি ফেটে যাওয়া রক্তনালী থেকে রক্ত বের হওয়ার প্রবণতা এবং প্রুরিটাস ভালভার চিকিৎসা করে।
(খ) সিপিয়া (Sepia) : এটি শারীরিক ক্লান্তি, ক্লান্তি, তন্দ্রা, হরমোনের প্রভাব, এবং দুর্বলতার চিকিৎসা করে। এটি ঘাম, বিরক্তি, অনিয়মিত ঋতুস্রাব ও মানসিক অত্যধিক সংবেদনশীলতা এবং তাপেরও চিকিৎসা করে। এটি মানসিক বিস্ফোরণ, ভার্টিগো (ঘূর্ণায়মান ও ভারসাম্য হারানোর সংবেদন), নিপীড়ন (মানসিক চাপ অথবা যন্ত্রণা), হৃৎপিণ্ডের দুর্বলতা, দমবন্ধতা এবং মহিলাদের অনিয়মিত মাসিকের উন্নতিতে সহায়তা করে।
(গ) সিমিসিফুগা রেসমোসা (Cimicifuga Racemosa) : এটি নারীদের মেনোপজ, অস্থিরতা এবং সাইকোজেনিক হতাশার সময় এন্ডোক্রাইন ও কর্মহীনতার চিকিৎসা করে।
(ঘ) সাঙ্গুইনারিয়া ক্যানাডেনসিস (Sanguinaria Canadensis) : এটি নারীদের মেনোপজের উপসর্গ যেমন – ভাসো-মোটরিক (ভাসো রক্তনালী এবং এমটোরোইক পেশী আন্দোলনের সাথে সম্পর্কিত) জ্বালা, স্নায়বিক বিরক্তি এবং মাথাব্যথার চিকিৎসা করে।

আরও পড়ুন – অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও করণীয় কী?

আর -১০ চিকিৎসকের পর্যালোচনা : ডাঃ কীর্তি পেরি মেনোপজের উপসর্গ এবং পোস্ট মেনোপজ সিনড্রোমের ক্ষেত্রে আর – ১০কে কার্যকরী ঔষধ হিসাবে সুপারিশ করেছেন, তিনি বলেন যে এটি হট ফ্ল্যাশেও কার্যকর।
কমপ্লিমেন্টারি ওষুধ : লিউকোরিয়ার জন্য, আর-১০ ড্রপ + বিসি – ১৩ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়, ডিম্বাশয়ের প্রদাহের জন্য (ওভারাইটিস), প্রতি ২-৩ ঘন্টা পর পর বিকল্প হিসাবে আর – ১০ এবং আর – ১ দেওয়া যেতে পারে।
আর – ১০ ক্লিম্যাক্টেরিক ড্রপটি সেবন বিধি : প্রচন্ড তীব্রাতায় দিনে ৩ থেকে ৬ বার ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণ পানিতে মিশিয়ে সেবন করুণ । কিছু উন্নতি হলে ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ দিনে তিনবার দিন। শারীরিক পরির্বতন না হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন –  শ্বেতপ্রদর বা সাদাস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মারা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
ঔষধের গুণগতমাণ : এটি একটি প্রাকৃতিক পণ্য, এটি কখনও কখনও সামান্য বৃষ্টিপাত অথবা মেঘলা হতে পারে, কিন্তু এটি পণ্যের গুণমান এবং এর কার্যকারিতা প্রভাবিত করে না। যদি এটি ঘটে তবে পণ্যটি ব্যবহার করার আগে ভালভাবে ঝাঁকি নিন। একবার আপনি সীলটি ভেঙে ফেললে, ওষুধগুলি দ্রুত ব্যবহার করা উচিত।
বায়ো কম্বিনেশন ২৫
আরোগ্য হোমিও হল এডমিন :  আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev