Dr. Reckeweg R 22/ Nervous disorders
আর – ২২ (স্নায়ু ব্যাধি)
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg R 22 ড্রপসটি জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর – ২২ নার্ভাস ড্রপসটি স্নায়ুজনিত রোগে ব্যবহার করা হয়।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর – ২২ (স্নায়ু ব্যাধি )” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
আর – ২২ ডিসঅর্ডার ড্রপস সম্পর্কে ধারণা : আর – ২২ ড্রপটি বুকে ব্যথার বিভিন্ন কারণের জন্য এটি নির্দেশিত। এটি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ মিশ্রণ এই ড্রপগুলিতে পাওয়া যায়। এতে নাজা ট্রিপুড (Naja Tripud) , ল্যালেসিস (Lachesis) ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে যা স্নায়বিক ব্যাঘাত, শ্বাসরোধ এবং নিপীড়নের (মানসিক চাপ অথবা যন্ত্রণা) উপর কাজ করে। এটি পেট ফাঁপা (খাদ্যনালীতে গ্যাস জমে) এবং হৃদযন্ত্রের (এনজিনা পেক্টোরিসের ব্যথার সাথে সম্পর্কিত, বুকে তীব্র ব্যথা) জন্যও নির্দেশিত।
আর – ২২ ড্রপসটির ইঙ্গিত : স্নায়বিক ব্যাঘাত, নিপীড়ন এবং শ্বাসরোধ, পেট ফাঁপা অনুসরণ করে। হৃৎপিণ্ডের অ্যাঞ্জিনাস অবস্থা ইত্যাদি।
আর – ২২ ড্রপসটির ভূমিকা : বুকে ব্যথার কারণগুলি হল আপনার শারীরিক কার্যকলাপ, মানসিক চাপ, চরম গরম অথবা ঠান্ডা তাপমাত্রার সময়কাল, ধূমপান, ভারী খাদ্য খাবারের পরে ইত্যাদি। এনজিনা অথবা হার্টের অ্যাঞ্জিনাস অবস্থা বলতে বুকে ব্যথা অথবা অস্বস্তিকে বোঝায় যা হৃৎপিণ্ডের পেশী পর্যাপ্ত অক্সিজেন না পেলে এটি ঘটে। সমৃদ্ধ রক্ত, এটি হার্টের অন্তর্নিহিত সমস্যার একটি উপসর্গ। বিশেষ করে হৃদপিন্ডের ধমনী বন্ধ হয়ে গেলে এটি ঘটে। উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য হার্টের অবস্থা যেমন – ভালভ সরু হয়ে যাওয়া অথবা বর্ধিত হৃৎপিণ্ডের কারণে এনজাইনা হতে পারে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে অস্বস্তি, বুকে ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং ঘাম ইত্যাদি।
আর – ২২ ড্রপসটির মুল উপকরণ :
(ক) গ্রিন্ডেলিয়া রোবাস্টা D4 (Grindelia Rob D4)।
(খ) ল্যালেসিস D12 (Lachesis D12)।
(গ) ন্যাজা ট্টাইপিউডিয়্যান্স D12 (Naja Tripudians D12)।
আর – ২২ ড্রপসটির পৃথক উপাদানগুলির কর্মের মোড :
আর – ২২ ড্রপসটির মূল বৈশিষ্ট্যগুলি বুকে ব্যথার বিভিন্ন কারণের চিকিৎসার জন্য নিম্নলিখিত উপাদানগুলি থেকে উদ্ভূত হয়েছে ।
(১) গ্রিন্ডেলিয়া রোবাস্টা (Grindelia Rob) : এটি ফুসফুস ও কার্ডিয়াক দুর্বলতার মতো বুকে ব্যথার কারণগুলির চিকিৎসা করে। এছড়াওএটি বিছানায় শ্বাসরোধ সংবেদনকেও চিকিৎসা করে।
(২) ল্যালেসিস (Lachesis ) : এটি বাম চোখের উপরে মাথাব্যথা, নার্ভাসনেস, ধড়ফড়ানি সহ শ্বাসরোধ ইত্যাদির চিকিৎসা করে।
(৩) ন্যাজা ট্টাইপিউডিয়্যান্স (Naja Tripudians) : এটি ক্ষুধার্ত অবস্থার কারণে কপালের ব্যথা। এটি হৃদস্পন্দন (অনিয়মিত হৃদস্পন্দন), নিপীড়ন ও সাধারণ স্নায়বিকতারও চিকিৎসা করে। এটি স্নায়বিক কাশি বা হৃদযন্ত্রের দুর্বলতার কারণে জ্বালাপোড়ারও সমাধান করে।
আর – ২২ ঔষধ সেবন বিধি : দীর্ঘস্থায়ী নিরাময়ের ক্ষেত্রে সকাল-দুপুর-রাতে অথবা সকালে রাতে ১০-১৫ ফোঁটা ঔষধ ১/৪ জলে মিশিয়ে সেবন করুণ। আক্রমণের আগে প্রতি দুই ঘন্টার জন্য ২০ ফোঁটা দেওয়া হয়। চিকিৎসার পর তিন মাস পর্যন্ত চলতে পারে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মারা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
ঔষধের গুণগতমাণ : এটি একটি প্রাকৃতিক পণ্য, এটি কখনও কখনও সামান্য বৃষ্টিপাত অথবা মেঘলা হতে পারে, কিন্তু এটি পণ্যের গুণমান এবং এর কার্যকারিতা প্রভাবিত করে না। যদি এটি ঘটে তবে পণ্যটি ব্যবহার করার আগে ভালভাবে ঝাঁকি নিন। একবার আপনি সীলটি ভেঙে ফেললে, ওষুধগুলি দ্রুত ব্যবহার করা উচিত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এ জাতীয় আরো খবর.......