শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

আর ১৮৮ (আঁচিল ড্রপস)

আরোগ্য হোমিও হল / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

R 188 ( warts Drops)
আর  ১৮৮ ( আঁচিল ড্রপস)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর – ১৮৮ ( আঁচিল ও কর্নসের ড্রপস)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr.Reckeweg  জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর ১৮৮ ড্রপটি আঁচিল এবং কর্নসে ব্যবহার করা হয়।
আর –  ১৮৮ ড্রপসটি ইঙ্গিত :  নিরাপদ, অস্ত্রোপচার-মুক্ত পদ্ধতির মাধ্যমে ওয়ার্টসের মূল কারণের সমাধান করে।
আর ১৮৮ ওয়ার্টস ড্রপসের কার্যকারিতা : এটি ওয়ার্টস (আাঁচিল) এবং কর্নসসের ক্ষত্রে ব্যবহার করা হয়। ওয়ার্ট এবং কর্ন অপসারণের জন্য এটি নিরাপদ, এটি প্রাকৃতিক, এবং কার্যকর সমাধান করে। আর ১৮৮ বিশেষভাবে তৈরি করা হয়েছে, এমনকি সবচেয়ে একগুঁয়ে আঁচিলকে মোকাবেলা করার জন্য তৈরি করা হয়েছে। এটি অস্ত্রোপচার ছাড়াই সমাধান করে। এতে অ্যাসিডাম নাইট্রিকাম, স্টিবিয়াম সালফুরাটাম নিগ্রাম এবং থুজার মতো উপাদানগুলির সাথে, এ ড্রপগুলি ত্বকের স্বাস্থ্যের জন্য একটি মৃদু কিন্তু শক্তিশালী পদ্ধতির প্রস্তাব দেয়। দীর্ঘস্থায়ী ফলাফল এবং পরিষ্কার, স্বাস্থ্যকর ত্বকের আত্মবিশ্বাস উপভোগ করুন। আপনার ত্বকের প্রয়োজনের জন্য আর ১৮৮ কে বিশ্বাস করুন এবং আজই ওয়ার্ট (আঁচিল)-মুক্ত জীবনযাপনের দিকে পদক্ষেপ নিন।

আরও পড়ুন –  অ্যাডাল-৪০ (আঁচিল)

আর – ১৮৮ কম্বিনেশন ঔষধের লক্ষণ :

(১) ওয়ার্টস এবং ত্বকের বৃদ্ধি বিরুদ্ধেও কাজ করে।
(২)  সব ধরনের আঁচিল এবং কর্নসের বিরুদ্ধে কার্যকরী।
(৩)  আঁচিলের মূল কারণ ঠিক করে।
(৪) কোন অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না।
(৫) দীর্ঘস্থায়ী ফলাফল।
(৬) এটি নিরাপদ ও প্রাকৃতিক।

আরও পড়ুন –  যৌনাঙ্গে আঁচিল এর হোমিওপ্যাথি ঔষধ

আর –  ১৮৮ ড্রপসটি মুল উপাদান :
(ক) অ্যাসিডাম নাইট্রিকাম D4 (Acidum Nitricum D4)।
(খ) স্টিবিয়াম সালফিরাটাম নিগ্রাম D8 (Stibium Sulfuratum Nigrum D8)।
(গ) থুজা অক্সিডেন্টালিস D4(Thuja Occidentalis D4)

আরও পড়ুন –  এইচ আর – ৬৩ ( আঁচিল অপসারণে কার্যকর)

আর – ১৮৮ ড্রপসটি মুল উপাদান ঔষধধের কার্যকারিতা :

(১) অ্যাসিডাম নাইট্রিকাম(Acidum Nitricum) : স্বাস্থ্যকর ত্বকের পুনর্জন্মের প্রচার করে ত্বকের অবস্থা, বিশেষ করে আঁচিলের চিকিৎসায় এর কার্যকারিতার জন্য অতি পরিচিত ঔষধ।
(২) স্টিবিয়াম সালফিরাটাম নিগ্রাম (Stibium Sulfuratum Nigrum) : এটি আঁচিল এবং ভুট্টার মতো ত্বকের বৃদ্ধি কমাতে সাহায্য করে, তাদের প্রাকৃতিক অপসারণে সহায্য করে।
(৩) থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis ) :  মানব শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে বাড়িয়ে দিয়ে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধার করে, বিশেষ করে এটি আঁচিলের চিকিৎসা করার ক্ষমতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত।

আরও পড়ুন –  র‌্যাক্স নং – ৮৪ (আঁচিল)

আর – ১৮৮ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন –  থুজা অক – ১২

সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev