আর ১৮৭ (মাথা ব্যথা ড্রপস)
R 187 (Neuralgic headache Drops)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ১৮৭ (মাথা ব্যথা ড্রপস)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg/ আর ১৮৭ নিউরালজিক হেডেক (মাথা ব্যথা) ড্রপসটি জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
আর ১৮৭ নিউরালজিক মাথা ব্যথা ড্রপসটির ব্যবহার : মাথায় নিউরালজিক ব্যথা, কান এবং দাঁতে উদ্ভূত হয়, Trigeminal ঞৎরমবসরহধষ ফিক্, ঠাণ্ডার সংস্পর্শে আসার পর ফেসিয়াল নিউরালজিয়া ইত্যাদি।
আর ১৮৭ নিউরালজিক হেডেক ড্রপসটি লক্ষণ : বিভিন্ন কার্যকলাপের ফোকাস সহ, মাথা, চোখ, কান এবং দাঁতের এলাকায় ঘটতে থাকা স্নায়বিক ব্যথাকে প্রভাবিত করে।
আর ১৮৭ নিউরালজিক হেডেক ড্রপসটি মুল উপাদান মিশ্রণ:
(১) বেলাডোনা (Belladonna)।
(২) কোলোসিনথিস (Complaints)।
(৩) স্পিগেলিয়া (Colocynthis)।
আর ১৮৭ নিউরালজিক হেডেক ড্রপসটি কার্যকারিতা :
(ক) বেলাডোনা (Belladonna) : সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্রের সাথে অর্গানোট্রপিক সম্পর্ক রয়েছে। এর প্রধান উপসর্গগুলি হল, অন্যদের মধ্যে রয়েছে – হঠাৎ তীব্র অভিযোগ, মাথার ভিড়, শুষ্ক-গরম ত্বক, শুটিংয়ের ব্যথা ও সব কিছু পর্যায়ক্রমে ঘটে।
(খ) কোলোসিনথিস (Complaints) : পেরিফেরাল স্নায়ুর সাথে ফাংশনটিওট্রপিক সম্পর্ক রয়েছে। এর এর প্রধান উপসর্গগুলি হল স্নায়বিক ব্যথার আক্রমণ, ছিদ্র, মোচড়ানো, ঝলকানির মতো এবং কয়েক মিনিট থেকে ঘন্টা পর্যন্ত স্থায়ী হওয়া এবং অসাড়তা ইত্যাদি।
(গ) স্পিগেলিয়া (Colocynthis) : এটি স্নায়ুতন্ত্রের সাথে অর্গানোট্রপিক সম্পর্ক। এর প্রধান উপসর্গগুলি হল, স্নায়ুবিক ব্যথা দিনের বেলায় উচ্চারিত অবনতি, জ্বলন, ছিদ্র, প্রধানত একতরফাভাবে, ত্বক ও চুল স্পর্শে সংবেদনশীল, লক্ষণগুলির পর্যায়ক্রমিকতা।
আর ১৮৭ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন। গর্ভবতী নারীরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুণ।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এ জাতীয় আরো খবর.......