Dr.Reckeweg R 109 (sexual and nervous exhaustion)
আর ১০৯ (যৌন এবং স্নায়বিক ক্লান্তি)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ১০৯ (যৌন এবং স্নায়বিক ক্লান্তি)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr.Reckeweg/ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : স্নায়বিক ক্লান্তি যৌন ইচ্ছার অভাব, ভুলে যাওয়া এবং মানসিক বিষণ্নতা দুর করার জন্য ব্যবহার করা হয়।
আর ১০৯ ডামিয়া-গোল্ড ড্রপপির ইঙ্গিত : বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পুরুষত্বহীনতার সাথে সাধারণ দুর্বলতা।
আর ১০৯ ডামিয়া-গোল্ড ড্রপপির লক্ষণ : যৌন দুর্বলতা, কম ইচ্ছা, সাধারণ দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত উপকারী। মানসিক চাপ এবং বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যৌন দুর্বলতা এবং ইচ্ছার অভাবের ঘটনা প্রতিদিন বাড়ছে।
আর ১০৯ ডামিয়া-গোল্ড ড্রপপির মুল উপদান :
(১) ক্যালাডিয়াম সেগুইনাম D4 (Caladium Seguinum D4)।
(২) ডামিয়ানা D4 (Damiana D4)।
(৩) জিনসেং (Ginseng D4)।
(৪) নুফার লুটিয়াম D4 (Nuphar Luteum D4)।
(৫) মুইরা পুয়ামা D4 (Muira Puama D4)।
আর ১০৯ ডামিয়া-গোল্ড ড্রপপির কার্যকারিতা :
(ক) ক্যালাডিয়াম সেগুইনাম (Caladium Seguinum) : ইচ্ছা ছাড়াই পুরুষত্বহীনতা, স্পার্মাটোরিয়া, প্রচেষ্টায় উত্থান না হওয়া, দ্রæত বীর্য পাত।
(খ) ডামিয়ানা (Damiana) : যৌন স্নায়ুতন্ত্র দুর্বলতা, পুরানো ক্ষেত্রে দরকারী, যৌন অঙ্গগুলির পুনরুজ্জীবন।
(গ) জিনসেং (Ginseng) : শারীরিক এবং মানসিক ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং যৌন গ্রন্থিগুলির উপর একটি উত্তেজক প্রভাব ফেলে।
(ঘ) মুইরা পুয়ামা (Muira Puama) : শুক্রাণুর অনুপস্থিতি বা কম যৌন দুর্বলতা, যৌন শক্তির ঘাটতি বা দুর্বলতা।
(ঙ) নুফার লুটিয়াম (Nuphar Luteum) : যৌন আকাঙ্ক্ষার অনুপস্থিতি, উত্থান না হওয়া, অনিচ্ছাকৃত নির্গমন, অণ্ডকোষ বেদনাদায়ক, অঙ্গের আকার হ্রাস ইত্যাদি।
আর ১০৯ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
সতর্কতা : গর্ভবতী মহিলারা ঔষধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঔষধ সেবন করুণ।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এ জাতীয় আরো খবর.......