বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সিনিসিও অরিয়াস (Senecio Aureus)

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০২ অপরাহ্ন
লিনেরিয়া-Linaria
হোমিও বই

সিনিসিও অরিয়াস (Senecio Aureus)

চলতি নাম – গোল্ডেন র‌্যাগওয়ার্ট (Golden Ragwort)

ডা: ইউলিয়াম বরিক।

স্ত্রী-অঙ্গের উপর ইহার ক্রিয়া রোগী দেহে পরীক্ষিত হইয়াছে। ইহা দ্বারা মুত্রযন্ত্রও বিশেষভাবে আক্রান্ত হয়। মুত্রগ্রন্থিতে রক্তধিক্যহেতু পৃষ্ঠবেদনা। যকৃতের মেদাপকর্ষের প্রারন্তিক অবস্থা।

মন : কোন বিষয়ে মনঃসংযোগ করিতে পারে না। হতাশ। স্নায়বিক প্রকৃতির এবং ক্রোধশীল।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : অপ্রবল হতবুদ্ধিকর শিরঃপীড়া। মস্তকের পশ্চাৎ হইতে শীর্ষদেশ পর্যন্ত ঢেউয়ের মত শিরঃঘুর্ণনবাম চক্ষুর উপর ও বাম শঙ্খাস্থির ভিতর দিয়া তীব্র বেদনা। নাসারদ্ধের পুর্নতা, জ্বালা হাঁটি, প্রচুর স্রাব।

মুখমণ্ডল : দাঁতগুলি অত্যান্ত স্পর্শকাতর। বাম পার্শ্বে তীব্র কর্তবৎ বেদনা। গলমধ্য, গলগহ্বর ও মুখগহ্বর ও মুখগহ্বরে শুস্কতা।

পাকস্তলী : অম্ল উদ্গার, বিবমিষা।

আরও পড়ুন –  আর ১৮৭ (মাথা ব্যথা ড্রপস)

গলগহ্বর : মুখগহ্বর : মুখগহ্বর, গলগহ্বর ও গলমধ্য শুস্ক। গলকোষে জ্বলা, নাসা ও গলকোষে ছড়িয়া যওয়ার ন্যায় অনুভুতি। বার বা গিলেতে বাধা হয় যদিও তাহাতে কষ্ট হয়।

উদরগহ্বর : নাভির চারিদেরক বেদনা। ঐ বেদনা সমগ্র উদরে বিস্তৃত হইয়া পেড়ে, মলত্যাগে উপশম। পাতলা জলবৎ মল, তাহার সহিত কঠিন দলা দলা মল মিশ্রিত থাকে (এন্টিম ক্রুড)। মলত্যাগকালে কোঁথানি। পাতলা কাল রক্তাক্ত মল, তৎসহ কোঁথানি

মুত্রযন্ত্র : অল্প, উগ্রবর্ণ রক্তাক্ত মুত্র, তাহাতে যথেষ্ট শ্লেম্মা ও কুন্থনঅত্যান্ত উত্তাপ ও অবিরত মুত্রবেগ। মুত্রগ্রন্থি-প্রদাহ। শিশুদিগের মুত্রশয়ের উত্তেজনা। মুত্র-শূল (প্যারিয়া, ওসিনাম, বার্বে)।

পুংজননেন্দ্রিয় : কামোদ্দীপক স্বপ্নসহ অজ্ঞাতসারে রেতঃপাত। প্রষ্টেট গ্রন্থির বিবৃদ্ধি। শুক্রবহা নলীতে অপ্রবল কেশকর বেদনা, ঐ বেদনা অণ্ডকোষদ্বয় পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন – অনিয়মিত ঋতুস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতু বিলম্বে প্রকাশ পায়, ঋতুলোপ। পৃষ্ঠবেদনাসহ যুবতীগণের ঐন্দ্রিয়িক ক্রিয়াত্নক রজঃলোপ। ঋতু প্রকাশের পূর্বে গলগহ্বর বক্ষদেশ ও মুত্রধারে প্রদাহিক অবস্থা প্রকাশ পায়। ঋতু প্রকাশে উহার উপশম। মুত্রযন্ত্রের উপদ্রবসহ রক্তল্পতার জন্য রজঃকৃচ্ছতা। নিয়মিত সময়ের পূর্বে প্রভৃত ঋতুস্রাব (ক্যালকেরিয়া, ইরিজিরণ)।

শ্বাসযন্ত্র : শ্বাসনলীর উর্ধ্বাংমে তরুণ প্রদাহ। স্বরভঙ্গ। ঢিলা কশি, তৎসহ কষ্টকর শ্বাসক্রিয়া। বক্ষে বেদনা ও অবদারণবৎ। উপরদিকে উঠিতে শ্বাসকষ্ট (ক্যালকে)। শুস্ক বিরক্তিকর কাশি, বক্ষে সুচীবিদ্ধবৎ বেদনা।

নিদ্রা : অত্যান্ত নিদ্রালুতা, তৎসহ অপ্রীতিকর স্বপ্ন। স্রায়বিকতা ও নিদ্রাহীনতা।

সম্বন্ধ : তুলনীয় –  সিনিসিও জোকোরিয়া ( মস্তিস্ক-মেরুমজার উপদাহ, পেশীসমুহের দৃঢ়তা, বিশেষতঃ ঘাড়ের ও স্কদ্বের পেশী। অধিকন্ত ক্যান্সার রোগ)।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। সিনিসিন ১ম বিছুর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev