বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

স্যাম্বুকাস নায়েগ্রা (Sambucus Nigra)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ অপরাহ্ন
স্যাবিনা (Sabina)
হোমিও বই

স্যাম্বুকাস নায়েগ্রা (Sambucus Nigra)

চলিত নাম-এল্ডার (Elder)

ডা: ইউলিয়াম বরিক।

শ্বাসযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া। শিশুদের শুষ্ক সর্দি, নাক বন্ধ হইয়া যায়, শোথবৎ স্ফীতি দেখা দেয়। অনেক রোগেই প্রচুর ধর্ম প্রকাশ পায়।

মন : চক্ষু মুদ্রিত করিলে নানাপ্রকার মূর্তি দেখে। অনুক্ষণ কোপন স্বভাব। অতি সহজে ভয় পায়। ভয় পাওয়ার পর শ্বাসরোধের মত হয়।

মুখমণ্ডল : কাশিতে মুখ নীলবর্ণ হইয়া উঠে। গণ্ডস্থলে লাল লাল জ্বালাকর দাগ। মুখমণ্ডলে উত্তাপ ও ঘর্ম । 

উদরগহ্বর : শূলবেদনা, তৎসহ বমনভাব এবং পেট ফাঁপ। পুনঃপুনঃ জনবৎ পিচ্ছিল মল।

মূত্র : চর্মে শুষ্ক উত্তাপসহ প্রচুর মূত্র। পুনঃপুনঃ অল্প মূত্র নিঃসরণ। তরুণ মূত্রগ্রন্থি-প্রদাহ; বমনসহ শোথ লক্ষণ।

বায়ো কম্বিনেশন ২৫

শ্বাসযন্ত্র : পাকাশয়ে চাপ বোধ ও বমনেচ্ছার সহিত বক্ষদেশে চাপ বোধ। স্বরযন্ত্রে দুশ্ছেদ্য শ্লেষ্মা সঞ্চয় ও স্বরভঙ্গ। মধ্য রাত্রে শ্বাসরোধক কাশির আবেগ, তৎসহ ক্রন্দন ও শ্বাসকৃচ্ছতা। আক্ষেপিক গ্রুপ কাশি। শুস্ক সর্দি। শিশু জোরে শ্বাস লয়, নাসিকা শুষ্ক ও অবরুদ্ধ। ঢিলে শ্বাসরোধক কাশি। স্তন্যপানকালে শিশু স্তন ছাড়িয়া দিতে বাধ্য হয়, নাসিকা অবরুদ্ধ, শ্বাস লইতে পারে না। শিশু শ্বাসরোধের মত হইয়া হঠাৎ জাগিয়া উঠে, উঠিয়া বাসে এবং নীলবর্ণ হইয়া পড়েশ্বাস ফেলিতে পারে না (মেফাই), যাঁতাওয়ালাদের হাঁপানি (Miller’s asthma)।

হস্ত-পদাদি : হাত দুইটি নীল হইয়া যায়। জানু. পায়ের পাতার গোড়ায় ও পায়ে শোথজ স্ফীতি। পদদ্বয় বরফের ন্যায় শীতল। দুর্বলকর নৈশ-ঘর্ম (স্যালভিয়া, এসেটিক এসিড ) ।

আর পড়ুন – আর ৪৩ (হাঁপানি ড্রপ)

জ্বর : নিদ্রিত অবস্থায় শুষ্ক উত্তাপ। গাত্রাবরণ খুলিতে চায় নাজাগ্রত অবস্থায় সর্বাঙ্গে প্রচুর ঘর্ম। জ্বরের আবেশের পূর্বে শুষ্ক, গভীর কাশি।

চর্ম : নিদ্রাকালে চর্ম শুষ্ক ও উত্তপ্ত। স্ফীত। সর্বাঙ্গীণ শোখ। জাগিয়া। থাকিলে প্রচুর ঘর্ম

উপচয়, উপশম : বুদ্ধি– নিদ্রাকালে, বিশ্রামকালে, ফল খাইলে।

উপশম : বিছানায় উঠিয়া বসিলে, চলাফেরায়।

সম্ভন্ধ : তুলনীয় – ইপিকাক, মেফাই, ওপি, স্যাম্বুকাস ক্যানাডেলিস, শোধ রোগে বিশেষ উপযোগী। স্থল মাত্রায় প্রয়োজন হয়, দৈনিক ও বার।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev