স্যাঙ্গুইনেরিনা নাইট্রিকা (Sanguinarina Nitrica)
আপর নাম – নাইট্রেট অব স্যাঙ্গুইনেরিন (Nitrate of Sanguinarine)
ডা: ইউলিয়াম বরিক।
নাসিকার বহুপাদ রোগে উপযোগী। তরুণ ও পুরাতন সর্দি। তরুণ গলকোষ প্রদাহ (ওয়াইথিয়া)। গলগহ্বর ও বক্ষে খোঁচামারা ব্যথা ও জ্বলা, বিশেষতঃ বক্ষাস্থির নীচে। ইনফ্লুয়েঞ্জা, অশ্রস্রাব, চক্ষে বেদনা, মস্তকে বেদনা, মস্তকত্বকে টাটানি। নাসিকার অবরোধ। পুরাতন গর্ভাণু সংক্রান্ত গলকোষ-প্রদাহ।
নাসিকা : অবরুদ্ধ বোধ হয়। প্রচুর জবৎ শ্লোম্মা, তৎসহ জ্বলাকর বেদনা। নাসিকাস্থি যেখানে উঁচু হইয়াছে, তথাকার স্ফীতি। নাসাস্রাব অল্প, শুস্কতার প্রবণতা। নাকে ক্ষুত্র ক্ষুদ্র মামড়ি, ঐগুলি তুলিয়া ফেলিলে রক্ত পড়ে। নাসিকার পশ্চাৎবন্ধ্র হইতে শ্লেম্মা গলকোষের নিকট সাঁটিয়া যায়, উহা ছাড়াইতে কষ্ট হয়। নাসারুদ্ধ্রে শুস্কতা ও জ্বালা জলের ন্যায় সর্দি, তৎসহ নাসিকামুলে প্রচাপনবৎ ব্যথা। নাসারদ্ধ্র ঘন, হলদে, রক্তময় শ্লেম্মার অবরুদ্ধ। হাঁচি। নাসিকার পশ্চাৎ রদ্ধ্রে ক্ষতবৎ এবং টাটানি ব্যথা।
গলগহ্বর : খসখসে, শুস্ক সঞ্চুচিত জ্বলাকর। দক্ষিণ টনসিল বেদনা মুক্ত, গিলিতে কষ্ট হয়।
মুখগহ্বর : জিহ্বার উভয় পার্শ্বে ক্ষত।
শ্বাসযন্ত্র : কখখকে কাশ, তৎসহ ঘন, হরিদ্রাবর্ণ, মিষ্ট স্বাদযুক্ত শ্লেম্মা। বক্ষাস্থির মধ্যস্থলের নীচে চাপ বোধ। গলগহ্বর ও বায়ুনলীতে শুস্কতা জ্বালা, সুড় সুড়িযুক্ত কাশি। পুরাতন নাসিকা স্বরযন্ত্র ও বায়ুনলী সংক্রান্ত সর্দি। স্বর পরিবতিত,গভীর ও মোটা।
সম্বন্ধ : তুলনীয়- স্যাঙ্গুইনেরিয়া টার্টারিকাম (অক্ষিগোলকের বহিঃ নিঃসরণ, চক্ষতারকার অস্বাভাবিক প্রসরণ অস্পষ্ট দৃষ্টি, এরাম ট্রিফাইলাম, সোরিণ, ক্যালি বাই।
মাত্রা : তৃতীয় বিচূর্ণ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।