বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

ষ্ট্যানাম (Stannum)

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন
স্পঞ্জিয়া টোষ্টা (Spongia Tosta)
স্পঞ্জিয়া টোষ্টা (Spongia Tosta)

ষ্ট্যানাম  (Stannum)

চলিত নাম–রাং (Tin)

ডা: ইউলিয়াম বরিক।

স্নায়ুমণ্ডল ও শ্বাসযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া। ষ্ট্যানাম জ্ঞাপক পীড়ায় দৌর্বল্য বিশেষভাবে পরিলক্ষিত হয়; বিশেষতঃ পুরাতন ব্রঙ্কাইটিস এবং ফুসফুস- প্রদাহ রোগের দুর্বলতায়, যাহাতে টিউবারকুলার ধাতুদুষ্ট ব্যক্তির প্রভূত পিচ্ছিল ক্লেদময় গয়ের উঠিতে থাকে। কথা বলিতে গেলে গলার ভিতর এবং বক্ষে অত্যন্ত দুবলতা অনুভূত হয়বেদনা ধীরে ধীরে আসিলে এবং ধীরে ধীরে অপসৃত হইলে ষ্ট্যানাম নিঃসন্দেহে তাহার ঔষধ। পক্ষাঘাতিক দুর্বলতা, আক্ষেপ, পক্ষাঘাত ।

বায়ো কম্বিনেশন ২৫

মন : বিষণ্ণ, উদ্বিগ্ন, নিরুৎসাহ। লোকজন দেখিলে ভয় হয়।

মস্তক : শঙ্খাস্থিদ্বয় ও কপালে বেদনা। প্রবল সর্দি, ইনফ্লুয়েঞ্জা, তৎসহ কাশি। বেদনা নড়াচড়ায় বাড়ে, ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে ; মনে হয় যেন, মাথাটি ফিতা দিয়া বাঁধা আছে। হাঁটিবার সময় যে শব্দ উৎপন্ন হয় তাহা মস্তকে প্রতিধ্বনিত হয়। গণ্ডাস্থি ও চক্ষুকোটরে আকৃষ্টবৎ বেদনা । কর্ণকুহরে ক্ষত।

গলগহ্বর : অত্যন্ত আঠাল শ্লেষ্মা, ছাড়াইতে কষ্ট হয়; ছাড়াইতে চেষ্টা করিলে বমি বমিভাব দেখা দেয়। গলার ভিতর শুষ্ক ও হুল-ফোটান ব্যথা।

পাকস্থলী : ক্ষুধা। রান্নার গন্ধে বমি আসে। মুখে তিক্ত স্বাদ। বেদনা  চাপ দিলে কমে, কিন্তু স্পর্শ করিলে বাড়ে পাকস্থলীতে শূন্যতা বোধ

উদরগহ্বর  : নাভির চারিদিকে খিলধরা শূলবেদনা, তৎসহ শূন্যতা বোধ। শূলবেদনা জোরে চাপ দিলে উপশমিত হয়।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৪৭ (দুশ্চিন্তা এবং বিষন্নতা)

স্ত্রী-জননেন্দ্রিয় : নীচের দিকে ঠেলামারা বেদনাজরায়ু নির্গমন, তৎসহ পাকস্থলীতে দুর্বলতা ও নিমগ্নতা বোধ ( সিপিয়া) । ঋতুস্রাব অগ্রবর্তী ও প্রচুর। যোনিপথে বেদনা, উপর দিকে এবং পৃষ্ঠ হইতে মেরুদণ্ড পর্যন্ত। প্রদরস্রাব, তৎসহ অত্যন্ত দুর্বলতা ।

শ্বাসযন্ত্র  : স্বরভঙ্গ ; জোরে কাশিয়া শ্লেষ্মা তুলিতে হয়। সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত ভীষণ শুষ্ক কাশি। হাসিলে, গান করিলে, কথা বলিলে কাশির উদ্রেক ; দক্ষিণ পার্শ্বে চাপিয়া শুইলে বুদ্ধি। দিবাভাগে প্রচুর, সবুজ, মিষ্ট স্বাদযুক্ত শ্লেষ্মা উঠে। বক্ষে বেদনা । বক্ষে দুর্বলতা বোধ, কথা বলিতেও কষ্ট হয়। ইনফ্লুয়েঞ্জা রোগের কাশি,—দুপুর হইতে মধ্যরাত্রি পর্যন্ত এবং অল্প শ্লেষ্মা উঠে। শ্বাসক্রিয়া হ্রস্ব, কষ্টকর, নিঃশ্বাস লইলে বাম বক্ষে সচীবিদ্ধবৎ বেদনা; বাম পার্শ্বে চাপিয়া শুইলেও ঐরূপ বেদনা। মোক্ষরণশীল যক্ষ্মা। বিলেপী জ্বর।

নিদ্রা : এক পা তুলিয়া ও অপর পা ছড়াইয়া নিদ্রা যায়।

আরও পড়ুন – মানসিক রোগ ও যৌন চিকিৎসার বইয়ের সূচীপত্র

হস্ত পদাদি  : পক্ষাঘাতিক দুর্বলতা, জিনিসপন্ন হাত হইতে পড়িয়া যায়। গুলফসন্ধি স্ফীত। বসিবার চেষ্টায় অঙ্গ-প্রত্যঙ্গ হঠাৎ অবশ হইয়া পড়ে। নীচে নামিবার কালে মাথাঘোরা ও দুর্বলতা। বাহুর সম্মুখাংশে ও হস্তপেশীর আক্ষেকিক কম্পন।  কলম ধরিতে গেলে আঙ্গুলগুলি ঝাঁকি দিয়া উঠে।  স্নায়ুশূল। টাইপিষ্টদিগের অঙ্গুলির পক্ষাঘাত।

জ্বর : সন্ধ্যাকালে উত্তাপ। অবসাদকর নৈশ-মর্ম, বিশেষতঃ ভোরের দিকে। বিলেপী জ্বর। ঘর্ম প্রধানতঃ কপালে ও গ্রীবাদেশে। ধর্ম দুর্বলকর, ছাতাপড়া গন্ধ এবং দুর্গন্ধমুক্ত।

উপচয়, উপশম :  বৃদ্ধি- জ্বর চালনা করিলে (অর্থাৎ হাসিলে, কথা বলিলে গান করিলে ), দক্ষিণ পার্শ্বে ওইলে, উষ্ণ পানীয়ে।

উপশম : কাশি উঠিলে এবং জোরে চাপ দিলে।

সম্বন্ধ-অনুপূরক — পালস।

আরও পড়ুন –  মানসিক রোগ ও চিকিৎসা

তুলনীয় : স্ট্যানাম আয়োড ৩x [ কঠিন জাতীয় বক্ষ-পীড়ায় নমনীয় তন্তুসমূহের বিকৃতি ঘটিলে মূল্যবান ঔষধ। গলার ভিতর জিহবার মূলদেশের নিকট কোন একটি শুষ্ক স্থানে সুড় সুড় করিয়া অবিরত কাশির ইচ্ছা। গলগহরে শুষ্কতা। ধূমপায়ীদের শ্বাসোপনলী ও বায়ুনলীর উপদাহ। ফুসফুস সংক্রান্ত লক্ষণ, কাশি, উচ্চ শব্দকারী, শূন্য- গর্ভ, শ্লেষ্মা উঠিয়া কাশির নিবৃত্তি হয় (ফেলান্ড্রিয়াম)। বক্ষে পূঁজ সঞ্চয়। যক্ষ্মা রোগের প্রবদ্ধ অবস্থায় ষ্ট্যানাম আয়োড প্রয়োগে ফল না হইলে দুধের সহিত এক মাত্রা আয়োডিন মিশাইয়া ব্যবহার করিলে বাঞ্ছিত ফল পাওয়া যায় ( ষ্টোনহাম )] আরও তুলনীয়-কষ্টিকাম, ক্যাল্কে, সাইলি, টিউবার, ব্যাসিলি, হেলোনিয়াস, মার্টাস চিকান (পূরাতন ব্রঙ্কাইটিস, যক্ষ্মা রোগের কাশি।বায়ুস্ফীতি, তৎসহ পাকাশয়িক সর্দিজ উপদ্রব এবং ঘন হরিদ্রাবর্ণ কষ্টকর গল্পের। বৃদ্ধ ব্যক্তিগণের শ্লেষ্মা তুলিয়া ফেলিবার শক্তির হ্রাস ) ।

মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev