ষ্টিগ্ম্যাটা মেডিস (Stigmati Maydis)
চলতি নাম – কর্ণ-স্লিক (Corn-Silk)
ডা: ইউলিয়াম বরিক।
মুত্রলক্ষণগুলি প্রধান। নিন্মাঙ্গের অতি শোথ ও স্বল্পমুত্রসহ হৃৎপিণ্ডের যান্ত্রিক পীড়ায় সাফল্যের সহিত ব্যবহারিত হইয়াছে। প্রষ্টেট গ্রন্থির বিবৃদ্ধি ও মুত্রান বোধ। গণেরিয়া রোগে ইউরিয়া ও ফসফেট নির্গমন। মুত্রশয়-প্রদাহ।
মুত্রযন্ত্র : মুত্রবোধ ও মুত্রনাশ। মুত্রকৃচ্ছতা। পাথরি, মুত্রগ্রন্থি সংক্রান্ত শূলবেদনা। মুত্রে রক্ত ও লাল বালুবাবৎ তলানি। প্রসাবের পর কোঁথানি। মুত্রশয়ের সর্দি। গণেরিয়া। মুত্রাশয়-পদ্রাহ।
শাক্স : ইহার কৃথ পুরাতন ম্যালেরিয়া রোগে ১ চা-চামচ মাত্রায় (কিছুতে না মিশাইয়অ) ব্যবহার্য – ডা: ই. সি. লোয়ে. ইংলণ্ড।
মাত্রা : মুল অরিষ্ট ১০ হএত ৫০ ফোঁটা মাত্রায়।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।