রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

ষ্ট্র্যামোনিয়াম ( Stramonium)

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
ষ্ট্র্যামোনিয়াম ( Stramonium)
ষ্ট্র্যামোনিয়াম ( Stramonium)

ষ্ট্র্যামোনিয়াম ( Stramonium)

চলিত নাম--থর্ণ-এ্যাপল্ (Thorn-apple)

ডা: ইউলিয়াম বরিক।

মনে হয় এই ঔষধের সম্পূর্ণ ক্রিয়া মস্তিষ্কের উপরেই কেন্দ্রীভূত, যদিও চর্ম ও গলগহ্বরের উপর ইহা কিছু পরিমাণ উপদ্রবের সৃষ্টি করে।নিঃস্রাব ক্রিয়া এবং মল নিষ্ক্রামণ অবরুদ্ধ। মনে হয় যেন, দেহ হইতে অঙ্গ-প্রত্যঙ্গ বিছিন্ন হইয়া গিয়েছে। প্রলাপ, কম্পন । বেদনাহীনতা  পৈশিক সঞ্চলানে ক্রিয়ার অভাব, বিশেষতঃ বাক্ ও গতিশক্তি বিধায়ক পেশীসমূহের। চক্রাকারে ভ্রমণ এবং সুন্দর অঙ্গভঙ্গি। হস্ত-পদাদির কম্পন।

বায়ো কম্বিনেশন ২৫

মন — ধর্ম প্রবণ, সকাতর, প্রার্থনাশীল এবং অবিরত বকিয়া যাওয়া। বাচাল, অবিরত কথা বলে, হাসে, গান গায়, শপথ করে, প্রার্থনা করে, কবিতা আওড়ায়। ভূত-প্রেত দেখে, অলীক স্বর শুনে, ভূতের সহিত কথা বলে। আনন্দ হইতে হঠাৎ নিরানন্দ দেখা দেয়। প্রচণ্ডতা এবং কামুকতা তাহার নিজের সম্বন্ধে ভ্রান্ত ধারণা, মনে করে সে লম্বা হইয়াছে, দ্বিগুণ হইয়া পড়িয়াছে, তাহার কোন দেহাংশ খসিয়া গিয়াছে।ধর্ম বিষয়ক উন্মত্ততা। নির্জনতা অথবা অন্ধকার সহ্য করিতে পারে না; আলোকে ও লোক-সংসর্গে থাকা চাই। জল অথবা চক্‌চকে কিছু দেখিলে আক্ষেপ উপস্থিত হয়। পলাইয়া যাইবার প্রবৃত্তিসহ প্রলাপ (বেল, ব্রায়ো, রাস টক্স)।

মস্তক — বালিশ হইতে পুনঃপুনঃ মাথা তোলে। কপালে এবং চক্ষুর উপরে বেদনা, বেদনা সকাল ৯টায় আরম্ভ হইয়া মধ্যাহ্ন পর্যন্ত বুদ্ধি। অস্পষ্ট দৃষ্টি দেখা দিয়া রন্ধুকরণবৎ শিরঃপীড়া উপস্থিত হয়। মস্তকে রক্তের উচ্ছাস ; টলমল করে, সম্মুখে অথবা বামদিকে পড়িয়া যাইবার মত হয়। অলীক শব্দ শুনে।

আরও পড়ুন – ক্যানসার কিভাবে ছড়ায়

চক্ষু- -উজ্জ্বল দেখায়, এক দৃষ্টে তাকাইয়া থাকে, অক্ষিতারকাদ্বয় প্রসারিত। দৃষ্টিহীনতা। চক্ষুর সম্মুখে কাল দেখে এবং আলো আনিতে বলে। ক্ষুদ্র বস্তুকেই কাল দেখে। বস্তুকে বড় দেখে। মনে হয় দেহের অংশ ফুলিয়া গিয়াছে। তির্যক-সৃষ্টি। সকল বস্তকেই কাল দেখে।

মুখমণ্ডল— উত্তপ্ত, লালবর্ণ ; গণ্ডদেশে সীমাবদ্ধ আরক্তিমতা, রক্ত মুখ- মণ্ডলে ধাবিত হয় ; মুখ বিকৃত হইয়া যায়। ভয়ব্যঞ্জক মুখশ্রী। মুখশ্রী বিবর্ণ ।

মুখগহ্বর — শুষ্ক, চট্‌চটে লালা গড়াইয়া পড়ে। জলে অপ্রবৃত্তি। তোত- লামি আক্ষেপিক ও অনৈচ্ছিক হাস্য। আক্ষেপহেতু গিলিতে পারে না। চিবাইবার ন্যায় ভঙ্গি করে।

পাকস্থলী– খাদ্যবস্তু ঘাসের মত লাগে। প্রবল তৃষ্ণা। শ্লেম্মা ও সবুজ পিত্ত বমন।

মূত্র– মূত্ররোধ, মূত্রাধার মূত্রশূন্য।

আরও পড়ুন – ক্যাক্লেরিয়া ফ্লোর -৩০

পুং-জননেন্দ্রিয়-– সঙ্গম লালসা, তৎসহ অশ্লীল বাক্য ও ব্যবহার। জন- নেন্দ্রিয়স্থানে অবিরত হাত দেয়।

স্ত্রী-জননেন্দ্রিয়– অতিরজঃ, তৎসহ বাচালতা, গান করা, প্রার্থনা করা। সূতিকা সম্পৰ্কীয় উন্মাদ রোগ, তৎসহ চরিত্রগত মানসিক লক্ষণ ও প্রভৃত ঘর্ম। প্রসবের পর তড়কা।

নিদ্রা– ভয় পাইয়া জাগিয়া উঠে, ভয়ে চীৎকার করে। গভীর, নাক ডাকান নিদ্রা। নিদ্রালু, কিন্তু নিদ্রা যাইতে পারে না (বেল)।.

হস্ত-পদাদি– সুন্দর ভাবে ও তালে তালে হাত-পা নাড়ে। ঊর্ধ্বাঙ্গের আক্ষেপ এবং বিচ্যুত পেশীসমূহের আক্ষেপ। নর্তন রোগ। আংশিক আক্ষেপ, অবিরত স্থান পরিবর্তন হয়। বাম জানুতে প্রবল বেদনা। বন্ধনীসমূহ কাঁপে ও মোচড়ায়। টলমল করিয়া পদক্ষেপ করে।

চর্ম– চক চকে লাল আভা। লোহিত জ্বরে পীড়কা লোপ পাইয়া এরূপ অবস্থা, তৎসহ প্রলাপ প্রভৃতি লক্ষণ।

আরও পড়ুন – আর ৪৯ (সাইনোসাইটিস, পলিপাস, ক্যাটাহ) 

জ্বর– প্রচুর ঘর্ম, কিন্তু তাহাতে উপশম হয় না। প্রবল জ্বর।

উপচয়, উপশম —বুদ্ধি–অন্ধকার ঘরে, একাকী থাকিলে, উজ্জ্বল বা চক্‌চকে জিনিসের দিকে তাকাইলে, নিদ্রায় পরে, গিলিবার সময়। উপশম — উজ্জ্বল আলোকে, লোক সংসর্গে, উত্তাপে।

সম্বন্ধ — তুলনীয় বিশেষভাবে হায়োসাল্লাম এ খেলেতোনা। এই ঔষধে জ্বর বেলেডোনা অপেক্ষা কম, কিন্তু মায়োসারামাস অপেক্ষা বেশী। ইহাতে মস্তিষ্কের ক্রিয়াগত উত্তেজনা অধিক কিন্ত কখন ও  বেলেডোনার ন্যায় প্রকৃত প্রদাহিক অবস্থা সৃষ্টি করে না।

দোষঘ্ন : বেল, টেবেকাম, নাক্স।

 মাত্রা – ৩০শ শক্তি ও নিম্নতর শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev