মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

হজমিট্যাব-Hazmitab হজমকারক ও বায়ুনাশক

আরোগ্য হোমিও হল / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন
হজমিট্যাব-Hazmitab
হজমিট্যাব-Hazmitab

হজমিট্যাব-Hazmitab হজমকারক ও বায়ুনাশক

ক্যাটাগরি : হজমকারক (হামর্দদ ঔষধ)।

হজমিট্যাব (Hazmitab)।

কার্যকারিতা : পাকস্থলী রোগ ব্যাধি যথা-বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের উপদ্রব, বমির উদ্রেক, পেট ফাঁপা, অরুচি, হিক্কা দুর করে। ইহা সেবন করিলে খাদ্যদ্রব্য উত্তমরুপে হজম হয়। পেট ভার হওয়া সারিয়া যায়। পাকস্থলী, অন্ত্রনালী ও যকৃত সঠিকভাবে কাজ করিতে থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ট্যাবলেটে আছে –

(1) Black chlonide (বিট লবন) ৯১.৯১ মিগ্রা।

(1) Sodium chioride (সন্ধব বলন) ৯১.৯১ মিগ্রা।

(3) Ammonium chloride (নিশাদল) ৮০.০৫ মিগ্রা।

(4) Zingiber officinale (আদা) ৪০.০২ মিগ্রা।

(5) Piper nigrum (গোলমরিচ) ৪০.২০ গ্রাম।

(6) Calorropis gigantea (আকন্দ ফুল) ১৩.৩৪ মিগ্রা।

(7) Sycygium aromatiea (লবঙ্গ) ১৩.৩৪ মিগ্রা।

(8) Ferula Foetida (হিং) ৬.৬১ মিগ্রা এবং অন্যান্য উপদান পরিমানমত।

আরও পড়ুন – জওয়ারিশ মুছ্তগী – Jowarish Mustagi প্রাকৃতিক হজমকারক ও বায়ুনাশক

সেবন বিধি : ১-২ ট্যাবলেট দিনে ৩ বা ৪ বার, ১ মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া : নিধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরও পড়ুন – এইচ আর -৩৫ (বদহজম ও গ্যাসের চিকিৎসায়)

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দুরে ও শিতল স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ৬০টি ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev