আমলাসিয়া-Amlasia Syrup
ক্যাটাগরি : আমলকী রসায়ন (আয়ুর্বেদিক ঔধ)
ব্যবহার : অরুচি, বদহজম, পেট ফাঁপা, জ্বলা,অম্লাধিক্য, রক্তাল্পতা, হৃদরোগ ও জন্ডিস ইত্যাদিতে ব্যবহার করা হয।
ঔষধের বর্ণনা : আমলাসিয়া (Amlasia) মূল্যবান প্রাকৃতিক সক্রিয় উপাদান আমলকীর রস, পিপুল এবং মধু দিয়ে তৈরি একটি বিশেষ ফর্মুলেশন যা অরুচি, বদহজম, পেটফাঁপা, গলা-বুক জ্বালা, অম্লাধিক্য, রক্তাল্পতা, হৃদরোগ ও জন্ডিস রোগের চিকিৎসায় অত্যান্ত কার্যকরী।
সেবনবিধি : ১-২ চা চামচ দৈনিক ২ অথবা ৩ বার আহারের পর সেব্য অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব-প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতাসে থেকে দুরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।