শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

হামর্দদ ভৃঙ্গরাজ তৈল -Hamdard Bhringaraj চুলকে লম্বা, মজবুত ও উজ্জ্বলও চুল গজায়

আরোগ্য হোমিও হল / ৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১০:১১ অপরাহ্ন
হামর্দদ ভৃঙ্গরাজ  তৈল -Hamdard Bhringaraj
হামর্দদ ভৃঙ্গরাজ  তৈল -Hamdard Bhringaraj

হামর্দদ ভৃঙ্গরাজ  তৈল -Hamdard Bhringaraj চুলকে লম্বা, মজবুত ও উজ্জ্বলও চুল গজায়।

ক্যাটাগরি :  মহাভৃঙ্গরাজ (আয়ুর্বেদিক তৈল)।

হামর্দদ ভৃঙ্গরাজ  তৈল -Hamdard Bhringaraj

কার্যকারিতা : চুলকে লম্বা, মজবুত ও উজ্জ্বল করে এবং চুল গজাতে সাহায্য করে।

প্রস্তুত প্রণালী : হামদর্দ ভৃঙ্গরাজ (Hamdard Bhringaraj) বিশুদ্ধ ও কেমিকেলমুক্ত আয়ুর্বেদিক হেয়ার অয়েল, যা আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে কেশরাজ-চুলের রাজা’ নামে পরিচিত ওষুধি উদ্ভিদ ভৃঙ্গরাজের রসসহ অন্যান্য কার্যকরী প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

তৈলের বর্ণনা : হামদর্দ ভৃঙ্গরাজ (Hamdard Bhringaraj) তৈীরটি চুল গজাতে সাহায্য করে এবং চুলকে মজবুত করে। মাথার তালুতে নিয়মিত আলতোভাবে এই তৈল ম্যাসাজে চুলকে লম্বা, মজবুত ও উজ্জ্বল করে, চুল পড়া ও খুশকি দুর করে এবং চুলের অকাল পক্কতা প্রতিরোধ করে। এছাড়াও এটি সকল ধরনের মাথাব্যথা ও অনিদ্রা দূরীকরণে অন্যত্বম কার্যকরী ভূমিকা রাখে।

আরও পড়ন – আর্নিকা হেয়ার ওয়েল (চুল পড়া বন্ধ করে)

উপাদান : প্রতি ৫ মিলি তৈলে আছে –

(১) তিল তৈল ৫.৬৩ গ্রাম, ভৃঙ্গরাজের রস ২২.৫৪ মিলি।

(২) মঞ্জিষ্ঠা ০.১৯ গ্রাম, পদ্মকাষ্ঠ ০.১৭ গ্রাম।

(৩) লোধছাল ০.১৭ গ্রাম, রক্তচন্দন ০.১৭ গ্রাম।

(৪) গৈরিক ০.১৭ গ্রাম, বেড়েলা ০.১৭ গ্রাম,।

(৫) হরিদ্রা ০.১৭ গ্রাম, প্রপৌন্ডরীক ০.১৭ গ্রাম।

(৬) শ্যামালতা ০.১৭ গ্রাম দারুহরিদ্রা ০.১৭ গ্রাম।

(৭) নাগেশ্বর ০.১৭ গ্রাম, প্রিয়ঙ্গু ০.১৭ গ্রাম,

আরও পড়ুন – হামদর্দ আমলা– Hamdard Amla মেডিকেটেড হারবাল কেশ তেল

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন। এট শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।

সংরক্ষণ : আলো থেকে দূরে, ৩০ সে তাপমাত্রার নীচে ও শুষ্ক স্থানে রাখুন ।

পরিবেশনা : প্রতিটি পিইটি বোতলে  হামদর্দ ভৃঙ্গরাজ তৈল ১৩০ মিলি ।

সূত্র: বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev