ত্রিফলা চূর্ণ-Trifala Churna কোষ্ঠকাঠিন্য, হজম প্রক্রিয়া উন্নত করে ও চোখের জন্য উপকারী।
ক্যাটাগরি : অর্গানিক ফুড, কোষ্ঠকাঠিন্য দূরকারক, চর্মরোগের (হামদর্দ ঔষধ)।
ঔষধের বিবরণ দেখুন
ত্রিফলা চূর্ণ (Trifala Churna)
উপকারিতা : কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং চোখের জন্য উপকারী
প্রস্তুত প্রণালী : ত্রিফলা চূর্ণ (Trifala Churna) ঔষধটি আমলকী, হরীতকী ও বহেড়ার সমন্বয়ে প্রস্তুত অনন্য আয়ুর্বেদিক ওষুধ।
ঔষধের বর্ণনা : ত্রিফলা চূর্ণ (Trifala Churna) ঔষধটি বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি ও হৃদরোগে কার্যকরী। ইহা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, অর্শ ও চর্ম রোগে সুফলদায়ক। হরীতকী কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা উপশম করে। আমলকীতে বিদ্যমান ভিটামিন সি ও ফাইলেম্বিক এসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বহেড়ায় বিদ্যমান মেনিটল মূত্রতন্ত্রের সংক্রমণ থেকে প্রতিরোধ করে।
উপাদান: প্রতি ৩ গ্রাম স্যাচেটে আছে-
(1) Phyllanthus emblica (আমলকী) ১.০০ গ্রাম।
(2) Terminalia chebula (হরীতকী) ১.০০ গ্রাম।
(3) Terminalia bellirica (বহেড়া) ১.০০ গ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
ঔষধথ নির্দেশনা : বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, চর্মরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি ইত্যদি।
ঔষধ সেবনবিধি : ১ স্যাচেট ১ কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২ অথবা ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
সতর্কতা : শিশুদের থেকৈ দুরে ও নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : আকর্ষণীয় বাক্সে রয়েছে ২৫ স্যাচেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।