শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

মা’জুন দবীদুল-ওয়ার্দ MAJOON DABEEDUL WARD যকৃত ও জরায়ুর প্রদাহ নাশক

আরোগ্য হোমিও হল / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
মা'জুন দবীদুল-ওয়ার্দ MAJOON DABEEDUL WARD
মা'জুন দবীদুল-ওয়ার্দ MAJOON DABEEDUL WARD

মা’জুন দবীদুল ওয়ার্দ –Majoon Dabeedul Ward লিভারের প্রদাহ ও দুর্বলতার চিকিৎসায় কার্যকরী

ক্যাটাগরি :  লিভার সুরক্ষাকারক, হামদর্দ মেডিসিন

ঔষধের বিবরণ দেখুন

মা’জুন দবীদুল ওয়ার্দ (Majoon Dabeedul Ward)

ব্যবহার : লিভারের প্রদাহ ও দুর্বলতার চিকিৎসায় কার্যকরী।

কার্যকারিতা : লিভারের দুর্বলতা, শোথ, জরায়ুর প্রদাহ, রক্তাল্পতা, লিভারের প্রদাহ।

প্রস্তুত প্রণালী : মা‘জুন দবীদুল ওয়ার্দ জটামাংসী, বংশলোচন, সুগন্ধিবালা, মনজিষ্ঠা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোলাপ ফুল ইত্যাদি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : জন্ডিস, লিভারের দুর্বলতা, লিভারের প্রদাহ, জরায়ুর প্রদাহ ও রক্তাল্পতায় বিশেষ উপকারী।

আরও  প ড়ুন –  লিভার ক্যানসার

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Nardostachys jatamansi (জটামাংসী) ৩৩.৮০ মিগ্রা।

(2) Bambusa bambos (বংশলোচন) ৩৩.৮০ মিগ্রা।

(3) Cinnamomum yeylanicum (দারচিনি) ৩৩.৮০ মিগ্রা।

(4) Cymbopogon citrus (লেমন গ্রাস) ৩৩.৮০ মিগ্রা।

(5) Valeriana wallichi (সুগন্ধবালা) ৩৩.৮০ মিগ্রা।

(6) Crocus sativus (জাফরান) ১৩.৫০ মিগ্রা।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৮০ (জরায়ু টিউমার)

(7) Pistacia lentiscus (রূমী মস্তগী) ৩৩.৮০ মিগ্রা।

(8) Rubia cordifolia (মনজিষ্ঠা) ৩৩.৮০ মিগ্রা।

(9) Elettaria cardamomum (ছোট এলাচ) ৩৩.৮০ মিগ্রা।

(10) Syzygium aromaticum (লবঙ্গ) ৩৩.৮০ মিগ্রা।

(11) Cuscuta reflexa (স্বর্ণলতা বীজ) ৩৩.৮০ মিগ্রা।

(12) Rosa damascena (গোলাপ ফুল) ৬২১.৬০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১ (রক্তশূন্যতা)

ঔষধ সেবনবিধি : ১-২ চা চামচ দৈনিক ২ বার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে রয়েছে ৮০ গ্রাম।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev