বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

লুবূব কবীর-LUBUB KABIR সাধারণ বলকারক, উদ্দীপক ও শুক্র গাঢ়কারক

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
লুবূব কবীর-LUBUB KABIR
লুবূব কবীর-LUBUB KABIR

লুবূব কবীর-LUBUB KABIR সাধারণ বলকারক, উদ্দীপক ও শুক্র গাঢ়কারক

ক্যাটাগরি : সাধারণ বলকারক (হামর্দদ ঔষধ)।

সাধারণ বলকারক, উদ্দীপক ও শুক্র গাঢ়কারক ঔষধ।

কার্যকারিতা : যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, শুক্রাল্পতা, শুক্রতারল্য দূর করে। ইহা দৈহিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। মূল্যবান প্রাকৃতিক উপাদানে তৈরি লুবূব কবীর স্নায়ুকেন্দ্র, মস্তিষ্ক ও হৃৎপিন্ডের শক্তি সঞ্চার করে। যৌন অঙ্গাদির শক্তি বৃদ্ধি করে পুরুষত্ব শক্তি বাড়ায়। অন্ডকোষের শ্বেতস্তর, অন্ডকোষের ক্ষুদ্র পেশীমণ্ডলী ও শুক্রনালীকে শক্তিশালী করে শুক্র উৎপাদন বৃদ্ধি করে । কিডনীর উপর অবস্থিত এড্রেনাল গ্রন্থির ক্রিয়া সঠিক ও সতেজ করে এবং দুর্বল শরীরকে সবল করে তোলে । ইহা উচ্চমানের বীর্যস্তম্ভক।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ৫ গ্রামে আছে—

(1) Orchis latifolia (ছালেব মিছরী) ০.০৬ গ্রাম।

(2) Cocos nucifera (নারিকেল) ০.০৬ গ্রাম।

(3) Papaver somniferum (seed) (পোস্ত দানা) ০.০৬ গ্রাম।

(4) Pistacia vera (পেস্তা) ০.০৩ গ্রাম।

(5) Prunus amygdalus (pericarp) (কাগজী বাদাম) ০.০৩ গ্রাম।

(6) Juglans regia (আখরোট) ০.০৩ গ্রাম।

আরও পড়ুন –  অ্যাডাল-৩৬ (পুরুষ-নারীর যৌন কর্মহীনতা)

(7) Pinus gerardiana (চিলগোজা) ০.০৩ গ্রাম।

(8) Semicarpus anacardium (ভেলাগোটা) ০.০৩ গ্রাম।

(9) Alpinia galanga (মোটা বচ্) ০.০৩ গ্রাম।

(10) Palaemon curtinus (চিংড়ী মাছ) ০.০৩ গ্রাম।

(11) Cinnamomum zeylanicum (দারুচিনি) ০.০৩ গ্রাম।

(12) Colchicum luteum (সুরাঞ্জান) ০.০৩ গ্রাম এবং অন্যান্য উপাদানসমূহ পরিমাণমত ।

আরও পড়ুন –  যৌন রোগ (শুক্রস্খলন)

সেবন বিধি : ১ চা-চামচ গরম দুধ অথবা মধুসহ প্রতিদিন ২ বার ১ থেকে ২ মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া : নিধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তকতা : শিশুদের নাগালেন বাহিরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দুরে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev