বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

 ইকটেরিন ট্যাবলেট-ICTERENE TABLET জন্ডিস নিরাময়ে হার্বাল ওষুধ

আরোগ্য হোমিও হল / ৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন
 ইকটেরিন ট্যাবলেট-ICTERENE TABLET
 ইকটেরিন ট্যাবলেট-ICTERENE TABLET

 ইকটেরিন ট্যাবলেট- ICTERENE TABLET জন্ডিস নিরাময়ে হার্বাল ওষুধ

ক্যাটাগরি : জন্ডিস নিরাময়ে অব্যর্থ হারবাল ওষুধ।

ইকটেরিন ট্যাবলেট- ICTERENE TABLET জন্ডিস নিরাময়ে হার্বাল ওষুধ

কার্যকারিতা : ঝাউ গাছের অজৈব রাসায়নিক যৌগ দিয়ে হামদর্দের গবেষণাগারে দীর্ঘদিন গবেষণার পর লিভার প্রদাহ ও জন্ডিস নিরাময়ে ইকটেরিন-এর কার্যকারিতা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। হামদর্দ ঔষধটি হাজার হাজার রোগীর উপর পরীক্ষা করে জন্ডিস উপশমে অনন্য কার্যকারিতায় আশাব্যঞ্জক ফল পেয়েছে। ইকটেরিন (ICTERENE) সংক্রমণজনিত লিভার প্রদাহ, দীর্ঘ মেয়াদী লিভার প্রদাহ, ঔষধজনিত লিভার প্রদাহ, হিমোলাইটিস জন্ডিস এবং নবজাতক শিশুর জন্ডিসে অত্যন্ত কার্যকর। এছাড়া প্রদাহজনিত জ্বর ও মূত্রকৃচ্ছতায় উপকারী। ইহা ঘর্ম নিঃসারকরূপে কাজ করে এবং শরীরের তাপমাত্রা হ্রাস করে।

বায়ো কম্বিনেশন ২৫

কার্যকরী উপাদান  : প্রতি ট্যাবলেটে রয়েছে-

ঝাউ গাছের অজৈব রাসায়নিক যৌগ (Salt of Tamarix dioica) ৫৩০ মিগ্রা।

আরও পড়ুন – অ্যাডল-৩ (জন্ডিস ও গলব্লাডার)

ঔষধ সেবনবিধি :

প্রাপ্ত বয়স্করা : সাধারণভাবে ২টি ট্যাবলেট প্রতিদিন সকাল, দুপুর ও রাত্রে (৩ বার) করে ৩ দিন সেবন জন্ডিস আরোগ্যের জন্য যথেষ্ট। রোগের আধিক্যে কোন ক্ষতি ছাড়াই ২৪ ঘন্টায় বিভক্ত মাত্রায় ৮টি ট্যাবলেট সেবন করা যেতে পারে। সন্তোষজনক ফলাফল দেখা না গেলে স্বাভাবিক মাত্রার সাথে আরও ৩ দিন ওষুধ সেবন করা যেতে পারে।

অপ্রাপ্ত বয়স্করা : -১ ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

আরও পড়ুন – কার্ডুয়াস Q (জন্ডিস ও লিভার)

বিশেষ দ্রষ্টব্য :  ওষুধ সেবনকালীন সময়ে পানি, রুহ্-আফজা শরবত, গ্লুকোজ এবং ফলের রস অধিক পরিমাণ পান করা উচিত। পূর্ণ বিশ্রামে থাকা আবশ্যক।

পার্শ্বপ্রতিক্রিয়া : নিধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিকিয়া নেই।

বিধি নিষেধ : ওষুধ সেবনকালীন মাংস এবং চর্বি জাতীয় খাবার পরিত্যাজ্য।

পরিবেশনা : প্রতি বাক্সে ৩ × ১০ ট্যাবলেটের ব্লিস্টার প্যাকিং ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev