মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

ও-কেয়ার–0-CARE স্ত্রী রোগ নিরাময়ে প্রাকৃতিক ওষুধ

আরোগ্য হোমিও হল / ২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন
ও-কেয়ার–0-CARE
ও-কেয়ার–0-CARE

ও-কেয়ার–0-CARE স্ত্রী রোগ নিরাময়ে প্রাকৃতিক ওষুধ

ক্যাটাগরি : জরায়ুর শক্তিবর্ধক ও স্ত্রীরোগে কার্যকরী (হামদর্দ ঔষধ)

ঔষধের বিবরণ দেখুন

ও-কেয়ার (0-CARE) অশোকারিষ্ট।

ব্যবহার :  স্ত্রী রোগ নিরাময়ে প্রাকৃতিক ওষুধ।

কার্যকারিতা : রক্তপ্রদর, রক্তস্রাবজনিত শোথ, অগ্নিমান্দ্য, অরুচি, জ্বর ইত্যাদিতে কার্যকর।

ঔষধের বর্ণনা : ও-কেয়ার (0-CARE) ঔষধটি মহিলাদের রক্তপ্রদর অথবা অতিরজঃ ও জরায়ুর দুর্বলতায় দীর্ঘদিন ধরে সাফল্যজনক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা রক্তস্রাবজনিত শোথ ও ক্ষুধামান্দ্য দূর করে এবং মুখের রুচি আনয়ন করে। ও-কেয়ার (0-CARE) রক্তদূষণ ও জ্বর নিরাময়ে অত্যন্ত কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান: প্রতি ৫ মিলিতে নির্যাস আকারে রয়েছে-

(1) Saraca indica (অশোক ছাল) ১.৫২ গ্রাম,।

(2) Woodfordia fruticosa (ধাইফুল) ০.২৪ গ্রাম।

(3) Nigella sativa (কৃষ্ণজীরক) ১৫.১৫ মিগ্রা।

(4) Cyperus rotundus (মুতা) ১৫.১৫ মিগ্রা।

(5) Zingiber officinale (শুঁঠ) ১৫.১৫ মিগ্রা।

(6) Berberis aristata (দারুহরিদ্রা) ১৫.১৫ মিগ্রা।

আরও পড়ুন – মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাবে হোমিওপ্যাথিক ও বায়োকেমিক ঔষধ

(7) Nymphaea stellata (রক্তোৎপল) ১৫.১৫ মিগ্রা।

(8) Terminalia chebula (হরীতকী) ১৫.১৫ মিগ্রা।

(9) Terminalia bellirica (বহেড়া) ১৫.১৫ মিগ্রা।

(10) Phyllanthus emblica (আমলকী) ১৫.১৫ মিগ্রা।

(11) Adhatoda vasica (বাসক ছাল) ১৫.১৫ মিগ্রা।

(12) Pterocarpus santalinus (রক্তচন্দন) ১৫.১৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৭৫ (অরুচি এবং বমি)

ঔষধ সেবনবিধি : ২ বা ৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক সকালে ও রাতে (২ বার) অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১১ (জ্বর)

ঔষধ সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পি ই টি বোতলে রয়েছে ৪৫০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev