বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

লেডিকা–Ledica মেনোপোজাল সিনড্রোমের কারণে সৃষ্ট সমস্যায় কার্যকরী

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:২২ অপরাহ্ন
লেডিকা–Ledica
লেডিকা–Ledica

লেডিকা–Ledica মেনোপোজাল সিনড্রোমের কারণে সৃষ্ট সমস্যায় কার্যকরী

ক্যাটাগরি :  জরায়ুর শক্তিবর্ধক ও স্ত্রীরোগে কার্যকরী (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

লেডিকা (Ledica) ব্ল্যাক কোহস

মেনোপোজাল সিনড্রোমের কারণে সৃষ্ট সমস্যা দূর করে।

ঔষধের বর্ণনা : লেডিকা (Ledica) ঔষধটি মহিলাদের সুস্বাস্থ্য ও নীরোগ জীবনের জন্য এটি মহৌষধ। লেডিকা (Ledica) এটি সুনির্দিষ্টভাবে ইস্ট্রোজেন রিসিপ্টরকে উদ্দীপ্ত করে। লেডিকা জরায়ুর শক্তিবর্ধক এবং জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে জরায়ুর খিঁচুনী দূর করে, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ নিবারক হিসেবে কাজ করে এবং হাড়ের গঠন উন্নত করে। লেডিকা মহিলাদের শান্ত ও কর্মচাঞ্চল্য রাখতে সহায়তা করে।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ক্যাপসুলে আছে-

Cimicifuga recemosa ( ব্ল্যাক কোহস)-এর শুষ্ক রাইজোম এবং মূলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস ৪০ মিগ্রা।

আরও পড়ুন –  এইচ আর – ৫১ (মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর)

কিছু  নির্দেশনা : মেনোপোজাল সিনড্রোম (রজঃনিবৃত্তিকালীন সমস্যা), যোনীপথের শীর্ণতা ও শুষ্কতা, অনিয়মিত ঋতুস্রাব, অস্টিওপোরোসিস, জরায়ুর খিঁচুনী ইত্যাদি।

ঔষধ সেবনবিধি : ১টি ক্যাপসুল প্রতিদিন ১ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ : লেডিকার উপাদান ব্ল্যাক কোহস উদ্ভিদের প্রতি যে সব ব্যাক্তিরা অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে সেবনে প্রতিনির্দেশ রয়েছে।

আরও পড়ুন   ডিসমেনোরিয়া (বাধক)- গুরুত্ব দিতে হবেই

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় সেবনে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন- বমি-বমিভাব, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম, লিম্ব-এর ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ সতর্কতা : গর্ভকালীন, দুগ্ধদানকালীন ও ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন অনুচিত। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু অ্যালু ব্লিস্টার প্যাকে ৫  x ৬ =৩০টি ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev