বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

লউক সাপেস্তান –Laooq Sapistan ঠান্ডা-সর্দি ও দীর্ঘমেয়াদী কাশিতে কার্যকর

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
লউক সাপেস্তান –Laooq Sapistan
লউক সাপেস্তান –Laooq Sapistan

লউক সাপেস্তান –Laooq Sapistan ঠান্ডা-সর্দি ও দীর্ঘমেয়াদী কাশিতে কার্যকর|

ক্যাটাগরি : শ্বসনতন্রের ওষুধ (সর্দি ও কাশি নিরাময়ে) হামদর্দ ঔষধ।

মেডিসিনের বিবরণ দেখুন

লউক সাপেস্তান (Laooq Sapistan)।

কার্যকারিতা : সাধারণ ঠান্ডা ও সর্দি, দীর্ঘমেয়াদী কাশি, সাইনুসাইটিস, ইনফ্লুয়েঞ্জায় কার্যকরী।

ব্যবহার : ঠান্ডা-সর্দি ও দীর্ঘমেয়াদী কাশিতে কার্যকরী।

ঔষধের বর্ণনা : লউক সাপেস্তান (Laooq Sapistan) ঔষধটি শ্লেষ্মা নিঃসরণ করে গলা পরিষ্কার করে। ইহা বুকে জমাটবাধা কফ তরল আকারে বের করে দিতে সহায়তা করে। লউক সাপেস্তান (Laooq Sapistan) ঔষধটি সর্দি, সর্দিজনিত মাথাব্যথা ও ব্রংকাইটিস দূর করে। ইহা শ্বাসনালীর খিঁচুনী দূর করে কাশি নিবারণে সহায়তা করে। লউক সাপেস্তান (Laooq Sapistan) সাইনুসাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগে অত্যন্ত সুফলদায়ক।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Cordia dichotoma (সাপেস্তান) ২৭০.২৫ মিগ্রা।

(2) Zizyphus vulgaris (ওন্নাব) ১৩৫.১৫ মিগ্রা।

(3) Glycyrrhi“a glabra (যষ্টিমধু) ২৭.০৫ মিগ্রা।

(4) Althaea officinalis Seed (খেতমী বীজ) ১৩.৫০ মিগ্রা।

(5) Malva sylvestris Seed (খোব্বাজী বীজ) ১৩.৫০ মিগ্রা।

(6) Cydonia oblonga (বিহিদানা) ১৩.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন – এইচ আর – ০৬ (সব ধরণের কাশিতে কার্যকর)

ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক: ১ চা চামচ দৈনিক ২ অথবা ৩ বার। অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

অপ্রাপ্ত বয়স্করা : ১/২ চা চামচ দৈনিক ২ থেকে ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

আরও পুড়ন –  এইচ আর – ০৪ (সাইনোসাইটিসের চিকিৎসায় কার্যকর)

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষে সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev