শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

পিবলিউ–PEBLEW রক্তক্ষরণ প্রতিরোধে কার্যকরী

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন
পিবলিউ–PEBLEW
পিবলিউ–PEBLEW

পিবলিউ–PEBLEW রক্তক্ষরণ প্রতিরোধে কার্যকরী।

ক্যাটাগরি : রক্তক্ষরণ বন্ধের ওষুধ (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

পিবলিউ (PEBLEW) বন্দিশ।

কার্যকারিতা : অতিরিক্ত ঋতুস্রাব, নাকের রক্তক্ষরণ, রক্ত আমাশয়, রক্ত অর্শ ইত্যাদি।

ব্যবহার :  রক্তক্ষরণ প্রতিরোধে অত্যান্ত কার্যকরী

প্রস্তুত প্রণালী : পিপিবলিউ (PEBLEW)  মাজুফল ও অন্যান্য মূল্যবান ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত অনন্য ইউনানী ওষুধ।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ননা :  পিবলিউ (PEBLEW) ঔষধটি মাজুফল রক্তক্ষরণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। ইহা রক্ত অর্শ, নাক দিয়ে রক্তক্ষরণ, রক্ত আমাশয়, দাঁতের মাঢ়ি দিয়ে রক্ত পড়া ও রক্তস্রাবজনিত সমস্যায় অত্যান্ত সুফলদায়ক।

আরও পড়ুন – এইচ আর – ২৩ (অর্শ্ব রোগে কার্যকর)

উপাদান: প্রতি ট্যাবলেটে আছে-

(1) Quercus infectoria (মাজুফল) ৩১.২৫ মিগ্রা।

(2) Quercus infectoria (ট্যানিক অ্যাসিড) ১৫৬.২৫ মিগ্রা।

(3) Quercus infectoria (কালসিয়া লবণী) ৩১২.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন –  অতিরিক্ত ঋতুস্রাবে অবহেলা করলে ফল হতে পারে মারাত্মক

ঔষধ সেবন বিধি : ২ ট্যাবলেট দৈনিক সাকালে ও রাত্রে (২ বার) অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ x ১০ ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev