নিমুলেন্ট–NIMULANT রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক এবং জীবাণুনাশক।
ক্যাটাগরি : মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী ওষুধ, শ্বসনতন্রের ওষুধ (সর্দি ও কাশি নিরাময়ে (হামদর্দ ঔষধ)।
ঔষধের বিবরণ দেখুন
নিমুলেন্ট (NIMULANT) একিনাসি।
কার্যকারিতা : সর্দি, কাশি, ঠান্ডা ও জ্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, সাইনুসাইটিস, শ্বসনতন্ত্রের প্রদাহ ও সংক্রমণ, মূত্রতন্ত্রের সংক্রমণ ইত্যাদি।
ব্যবহার : রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক এবং জীবাণুনাশক ঔষধ।
ঔষধের বর্ণনা : নিমুলেন্ট (NIMULANT) ঔষধটি রোগ প্রতিরোধ ক্ষমতা ও নিরাময় ব্যবস্থাকে উদ্দীপ্ত করার মাধ্যমে দেহকে প্রাণবন্ত, উজ্জীবিত, সুস্থ ও সবল করে। নিমুলেন্ট (NIMULANT) ঔষধটি শক্তিশালী অণুজীবনাশক, ক্ষত নিরাময়কারক, বিষক্রিয়া দূরকারক, রক্ত পরিষ্কারক ও প্রদাহ নিবারক হিসেবে অত্যন্ত কার্যকর। বিগত ৫০ বছরে অসংখ্য বৈজ্ঞানিক গবেষণায় নিমুলেন্ট (NIMULANT) এর উপাদান একিনাসি এর রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
উপাদান: প্রতি ক্যাপসুলে আছে-
Echinacea sp. (একিনাসি) মূলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস ৪৫০ মিগ্রা।
ঔষধ সেবন বিধি : ১ বা ২ ক্যাপসুল দৈনিক ১ অথবা ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ : নিমুলেন্ট (NIMULANT) এর উপাদান একিনাসি উদ্ভিদের প্রতি যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সেবনে প্রতিনির্দেশ রয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতিরিক্ত মাত্রায় সেবনে অ্যালার্জিক প্রতিক্রিয়া, কাঁপুনী ও মাথাব্যথা দেখা দিতে পারে।
বিশেষ সতর্কতা : গর্ভকালীন, দুগ্ধদানকারী মায়েদের ব্যবহারে কোন বিধি নিষেধ নেই। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধ সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাকে ৫ X ৬ =৩০টি ক্যাপসুল।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।