বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

মা’জুন চূবচীনী–Majoon Choobchini রক্ত পরিশোধক ও চর্মরোগের চিকিৎসায় কার্যকরী

আরোগ্য হোমিও হল / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
মা’জুন চূবচীনী–Majoon Choobchini
মা’জুন চূবচীনী–Majoon Choobchini

মা’জুন চূবচীনী–Majoon Choobchini রক্ত পরিশোধক ও চর্মরোগের চিকিৎসায় কার্যকরী।

ক্যাটাগরি : অ্যালার্জি প্রতিরোধক (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

মা’জুন চূবচীনী (Majoon Choobchini)

কার্যকারিতা : রক্ত পরিশোধক ও চর্মরোগের চিকিৎসায় কার্যকরী।

ব্যবহার : চুলকানি, খোস-পাঁচড়া, গেটে ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, সিফিলিস, সন্ধিবাত ইত্যাদিতে ব্যবহার করা হয়।

বায়ো কম্বিনেশন ২৫

প্রস্তুত প্রণালী : মা’জুন চূবচীনী (Majoon Choobchini) ঔষধটি প্রাকৃতিক উপাদানের অপূর্ব সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে।

ঔষধের বর্ণনা : মা’জুন চূবচীনী (Majoon Choobchini) ঔষধটি পক্ষাঘাত, সন্ধিবাত, চুলকানি ও খোস-পাঁচড়ায় উপকারী। এর অন্যতম উপাদান চূবচীনী রক্ত পরিশোধন করে। ইহা বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন- চুলকানি, মলদ্বারে চুলকানি, সোরাইসিস, কুষ্ঠ ও একজিমা ইত্যাদি চিকিৎসায় উপকারী।

আরও পড়ুন – অ্যাডাল-১২ (চর্ম রোগ)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Smilax china (চূবচীনী) ৭৫০.০০ মিগ্রা।

(2) Piper longum (পিপুল) ৫০.০০ মিগ্রা।

(3) Anachyclus pyrethrum (আকরকরাহ) ৫০.০০ মিগ্রা।

(4) Rosa damascena (গোলাপ) ২৫.০০ মিগ্রা।

(5) Crocus Sativus  (জাফরান) ২৫.০০ মিগ্রা।

(6) Pistacia lentiscus (রুমী মস্তগী) ৯.৭০ মিগ্রা।

(7) Colchicum luteum (সূরঞ্জান) ৯.৭০ মিগ্রা।

(8) Cassia angustifolia (সোনাপাতা) ৯.৭০ মিগ্রা।

(9) Wrightia tinctoria (ইন্দ্রযব) ৯.৭০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন –  এন – ১১ (রিউমেটিজম বাত ও গেটে বাত রোগে ড্রপস)

সেবনবিধি : ১ চা চামচ দৈনিক সকালে ও রাত্রে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন –   সিফিলিস রোগে হোমিওপ্যাথি ঔষধ

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev