শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

জারনাইড–JERNIDE অতিরিক্ত স্বপ্নদোষ নিরাময়ে অব্যর্থ মহৌষধ

আরোগ্য হোমিও হল / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
জারনাইড–JERNIDE
জারনাইড–JERNIDE

জারনাইড–JERNIDE অতিরিক্ত স্বপ্নদোষ নিরাময়ে অব্যর্থ মহৌষধ

ক্যাটাগরি : অন্যান্য রোগ নিরাময়ে কার্যকরী (হামদর্দ মেডিসিন)।

ঔষেদের বিবরণ দেখুন

জারনাইড (JERNIDE) জিরিয়ানী।

কার্যকারিতা : অতিরিক্ত স্বপ্নদোষ, শুক্রতারল্য, অসময়ে বীর্যস্খলন, প্রস্রাবের জ্বালা-পোড়া, শয্যায় মূত্রত্যাগ ইত্যাদিতে কার্যকর।

বায়ো কম্বিনেশন ২৫

ব্যবহার : অতিরিক্ত স্বপ্নদোষ নিরাময়ে অব্যর্থ মহৌষধ।

ঔষধের বর্ণনা : জারনাইড (JERNIDE) ঔষধটি পুরুষাঙ্গের দুর্বলতা ও অতিসংবেদনশীলতা দূর করে। যখন লসিকা ঝিল্লী, প্রোস্টেট গ্রন্থি, শুক্রথলী ও অন্ডকোষদ্বয়ের মধ্যে রক্ত সঞ্চার ঘটে তখন প্রস্রাবের জ্বালা যন্ত্রনা এবং অতি স্পর্শকাতরতা সৃষ্টি হওযার ফলে শুক্র অনিয়মিত ভাবে নির্গত হইতে থাকে কিংবা প্রত্যেক মাসে দশ-বিশবার স্বপ্নদোষ হয়, এ সময় জারনাইড (JERNIDE)  ঔষধ সেবনে করিলে বিস্ময়কর সুফল লাভ করা যায়। জারনাইড বিশেষ অঙ্গের স্পর্শকাতরতা ও জড়তা দূর করিয়া অনুভূতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।

আরও পড়ুন –  যৌন রোগ (স্বপ্নদোষ)

উপাদান : প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)-

(1) Glycyrrhi“a glabra (যষ্টিমধু) ৩০০.০০ মিগ্রা।

(2) Cascara sagrada (কাসকারা সাগ্রাডা) ১০০.০০ মিগ্রা।

(3) Atropa belladona (টিংচার লুফফাহ) ০.১৫ মিলি ও অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৪২ (স্বপ্নদোষ)

ঔষধ সেবন বিধি : ২ চা চামচ (১০ মিলি) দৈনিক ২অথবা ৩ বার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন –  ফ্রোডেক্স–FRODEX ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গোত্থানজনিত সমস্যায় কার্যকরী 

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : এম্বার বোতলে – ১০০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev