বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

এনডিউরেক্স–ENDUREX পৌরষ শক্তিবর্ধক

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
এনডিউরেক্স–ENDUREX
এনডিউরেক্স–ENDUREX

এনডিউরেক্স–ENDUREX পৌরষ শক্তিবর্ধক

ক্যাটাগরি : যৌন শক্তিবর্ধক ঔষধ (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

এনডিউরেক্স (ENDUREX)।

মুমসিক

পৌরষ শক্তিবর্ধক

ঔষধের বর্ণনা : এনডিউরেক্স (ENDUREX) ঔষধটি পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী শক্তিবর্ধক ওষুধ। এনডিউরেক্স-এর অতি মূল্যবান প্রাকৃতিক উপাদানসমূহ একদিকে যেমন উল্লেখযোগ্য মাত্রায় টেস্টোস্টেরণ নিঃসরণ বৃদ্ধি করে, অপরদিকে স্নায়ুতন্ত্র ও পেশীতন্ত্রের কার্যকারিতা অনেকাংশে বাড়িয়ে তোলে। এনডিউরেক্স (ENDUREX) ঔষধ সেবনে পেনাইল টিস্যুর কর্মক্ষমতা ও পুরুষাঙ্গের ফাঁপা অংশে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং একই সময়ে পুরুষাঙ্গের গোড়ার দিকের পেশী ও ত্বক সংকুচিত হয়ে রক্ত প্রবাহ ধারা রুখে দাঁড়ায়, যা মিলনকাল দীর্ঘস্থায়ী ও আনন্দদায়ক করে। ইহা মিলন পরবর্তী শারীরিক সজীবতা বজায় রাখতে সাহায্য করে।

বায়ো কম্বিনেশন ২৫

ক্যার্ককারিতা : শারীরিক ও স্নায়বিক দুর্বলতা, অসময়ে বীর্যপাত, শুক্রতারল্য, সঙ্গম পরবর্তী অসাড়তা ও দুর্বলতা, পক্ষাঘাত, মুখের পক্ষাঘাত, অনুভতিহীনতা ।

আরও পড়ুন –  আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

উপাদান: প্রতি ক্যাপসুলে আছে :

(1) Aesculus hippocastanum (ওক) ১০৮.০০ মিগ্রা।

(2) Alpinia galanga (মোটা বচ) ১০৮.০০ মিগ্রা।

(3) ristica fragrans nut (জায়ফল) ২৫.০০ মিগ্রা।

(4) Papaver somniferum (আফিম) ৯.০০ মিগ্রা।

(5) Piper betle juice (পান পাতার রস) এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন – সেলেনিয়াম ৬X

সেবন বিধি : ২ টি ক্যাপসুল দৈনিক ১ থেকে ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয়, ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ  সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু অ্যালু ব্লিস্টার প্যাকে ৫X ৪ = ২০টি ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

 

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev