বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

থুজা অক – ১২

আরোগ্য হোমিও হল / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭:১৪ পূর্বাহ্ন

থুজা অক – ১২

Thuja Oc 12

আঁচিল, কর্ণ ও শক্ত টিউমারে কার্যকর

থুজা অক – ১২ ঔষধের ভুমিকা : থুজা অক – ১২ একটি জেনিরিক নাম। এটা হোমিওপ্যাথিক পটেন্সি ড্রপ। থুজা অক-১২ শরীরের যে কোন স্থানের আঁচিলে অত্যান্ত কার্যকর ঔষধ।

থুজা অক – ১২ ঔষধ কার্যকারিতা : নাক ও মুখের আঁচিল, হাত ও পায়ের আঙ্গুলে আঁচিলে অত্যান্ত ফলদায়ক। এছাড়াও সাইকোটিক মায়াজম এর উপর এর প্রধান ক্রিয়া পরিলক্ষিত হয়।

থুজা অক – ১২ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ৩ বার। অপ্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ৫ থেকে ১০ ফোঁটা অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

থুজা অক – ১২ সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev