শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

টোনাল্যাক্স –TONALAX কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকরী

আরোগ্য হোমিও হল / ৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
টোনাল্যাক্স –TONALAX
টোনাল্যাক্স –TONALAX টোনাল্যাক্স –TONALAX

টোনাল্যাক্স –TONALAX কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকরী

ক্যাটাগরি : কোষ্ঠকাঠিন্য দূরকারক, হামদর্দ ঔষধ।

মেডিসিনের বিবরণ দেখুন

টোনাল্যাক্স (TONALAX) মুলাইয়েন

কার্যকারিতা : কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকর।

ব্যবহার : কোষ্ঠকাঠিন্য, প্রতিবন্ধকতাজনিত অন্ত্রের তীব্র ব্যথা, পুরনো মাথা ব্যথা ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধধের বর্ণনা: টোনাল্যাক্স (TONALAX) একটি কার্যকরী হারবাল ওষুধ যা পেরিস্টালটিক মুভমেন্ট (অন্ত্রের গতি) কে উদ্দীপ্ত করে কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য হলে বৃহদান্ত্রের মধ্য দিয়ে মল ধীর গতিতে প্রবাহিত হয়। মল বৃহদান্ত্রে দীর্ঘসময় অবস্থান করার কারণে অধিক জলীয় অংশ শোষিত হয়ে শুষ্ক ও কঠিন আকার ধারন করে, যা নিম্নগামী (ডিসেনডিং) কোলনে জমা হয়। এ সময় রোগীর মলত্যাগে অত্যন্ত ব্যথা এবং কষ্ট হয়। টোনাল্যাক্স (TONALAX) অন্ত্রের পেরিস্টালটিক মুভমেন্ট উদ্দীপ্ত করে এবং মল নরম করে সহজে মল ত্যাগে সহায্য করে।

আরও পড়ুন –  আর ১৯২ (কোষ্ঠকাঠিন্য ড্রপ)

উপাদান: প্রতি ট্যাবলেটে আছে :

(1) Cassia angustifolia (সোনাপাতা) ১৪৩.০০ মিগ্রা।

(2) Foeniculum vulgare (মৌরি) ৯৫.০০ মিগ্রা।

(3) Aloe vera (মুছাব্বর) ৯৫.০০ মিগ্রা।

(4) Glycyrrhiza glabra (যষ্ঠিমধু) ৯৫.০০ মিগ্রা।

(5) Calcium Phosphate (ক্যালসিয়া নওরী) ৯৫.০০ মিগ্রা।

(6) Magnesium Carbonate (ম্যাগনেশিয়া মিলহী) ৯৫.০০ মিগ্রা।

(7) Garcinia cambogia (গ্যাম্বুজ) ৯৫.০০ ।

Ges Hyoscyamus niger (খোরাসানী জৈন) ৪৮.০০ মিগ্রা।

আরও পড়ুন –  ইসপাগুল –ISPAGHOL দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকরী

সেবনবিধি : দৈনিক ১বা ২ ট্যাবলেট কুসুম গরম পানিসহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন –  এইচ আর – ৩৯ (কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় কার্যকর)

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ x ১০টি ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev