জওয়ারিশ কমূনী – Jowarish Kamuni অম্লাধিক্য, হিক্কা এবং বদহজম রোগে কার্যকরী
ক্যাটাগরি : হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক (হামদর্দ মেডিসিন)।
ঔষধের বিবরণ দেখুন
জওয়ারিশ কমূনী (Jowarish Kamuni )
প্রস্তুত প্রণালী : জওয়ারিশ কমূনী জিরা, সুদ্দাব, শুষ্ক আদা, গোলমরিচ, জৈন, তেজপাতা, পুদিনা ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।
ঔষধ ব্যবহার : অম্লাধিক্য, হিক্কা ও বদহজম রোগে কার্যকরী।
ঔষধের কার্যকারিতা : অম্লাধিক্য, বদহজম, হিক্কা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ।
ঔষধের বর্ণনা : জওয়ারিশ কমূনী (Jowarish Kamuni ) ঔষধটি পাকস্থলীর অম্লতা, হিক্কা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, অন্ডকোষে পানি জমা এবং হার্নিয়ার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। জওয়ারিশ কমূনী (Jowarish Kamuni ) পাকস্থলীর পেশীমন্ডলীর গতি সংশোধন করে, পাচক রস বৃদ্ধি করে, হজমের গোলযোগ ও অতিরিক্ত ক্ষুধা দূর করে, অন্ত্রনালীর স্বাভাবিক গতির কার্যকারিতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্যের অভ্যাস দূর করে, পাকস্থলী ও অন্ত্রনালীর বিকৃত রস বের করে দেয় এবং বিকৃত রসের ফলে সৃষ্ট তাপাধিক্য বা জ্বর হ্রাস করে।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে :
(1) Carum carvi (জিরা) ৪২২.৫০ মিগ্রা।
(2) Ruta graveolens (সুদ্দাব) ১৬৯.০০ মিগ্রা।
(3) Zingiber officinale dry (শুষ্ক আদা) ১৬৯.০০ মিগ্রা।
(4) Piper nigrum (গোলমরিচ) ১২৬.৫০ মিগ্রা।
(5) Trachyspermum ammi (জৈন) ৯৮.৫০ মিগ্রা।
(6) Cinnamomum tamala (তেজপাতা) ৯৮.৫০ মিগ্রা।
(7) Mentha arvensis dry (শুষ্ক পুদিনা) ৯৮.৫০ মিগ্রা্
(8) Aluminium silicate (বূরা আরমানী) ৫৬.৩৫ মিগ্রা।
ঔষধ সেবনবিধি : ১-২ চা চামচ দৈনিক ২ থেকে ৩ বার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা : গর্ভের প্রাথমিক অবস্থায় এব বিশেষত যে সমস্ত মহিলাদের ইতিপূর্বে গর্ভপাত হয়েছে তাদের ক্ষেত্রে এ ওষুধটি ব্যবহার চিকিৎসকের পরামর্শে সেবন করুণ। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।