হান্টার –HANTAR ডায়রিয়া এবং পেপটিক আলসার নিরাময়ে কার্যকর
ঔষধের বিবরণ দেখুন
হান্টার ঞগ (ইউনানী)
প্রস্তুত প্রণালী : হান্টার শ্বেত ধূপ, আরবী গাম ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।
ব্যবহার : ডায়রিয়া, পাকস্থলী ও অন্ত্রের ক্ষত (গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার), অন্ত্রের খিঁচুনী ইত্যাদিতে ব্যবহার করা হয়।
কার্যকারিতা : ডায়রিয়া এবং পেপটিক আলসার নিরাময়ে অত্যান্ত কার্যকরী।
ঔষধের বর্ননা : হান্টার (HANTAR) একটি ইউনানী ওষুধ যা আমাশয়, ডায়রিয়া, পাকস্থলী এবং ডিওডেনামের ক্ষত নিরাময়ে অত্যন্ত কার্যকরী। এতে ব্যবহৃত শ্বেত ধূপ পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও ডায়রিয়া এবং আমাশয়ে অথ্যান্ত উপকারী। আরবী গাম পাকস্থলী এবং অন্ত্রের ক্ষত নিরাময়ে ভাল ভুমিকা রাখে। হান্টার হজমের দুর্বলতা, পেট ফাঁপা ও পেট ব্যথা নিরাময় করে এবং রক্তক্ষরণ প্রতিরোধ করে।
উপাদান: প্রতি ট্যাবলেটে আছে :
(1) Vateria indica (শ্বেত ধূপ) ১৬৭.০০ মিগ্রা,।
(2) Bolus armenia rubra (গেরুমাটি) ১৬৬.৬৬ মিগ্রা।
(3) Acacia arabica (আরবী গাম) ১৬৭.০০ মিগ্রা ও অন্যান্য উপাদান পরিমাণমত ।
ঔষধের সেবনবিধি : ১ বা ২টি ট্যাবলেট দৈনিক ২ থেকে ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X ১০টি ট্যাবলেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।