ডিসনি – DYSNI আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে কার্যকরী
ক্যাটাগরি : ডায়রিয়া ও আমশয় উপশমকারক (হামর্দদ ঔষধ)।
ঔষধের বিবরণ দেখুন
ডিসনি (DYSNI)
কার্যকারিতা : আমাশয় এবং ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকরী।
ব্যবহার : আমাশয় (অ্যামিবিক ডিসেন্ট্রি) ,রক্ত আমাশয় (ব্যাসিলারী ডিসেন্ট্রি) , ডায়রিয়া, তলপেটের ব্যথা ও খিঁচুনী ইত্যাদি।
ঔষধের বর্ণনা: ডিসনি (DYSNI) ঔষধটি ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে ডিসনি অত্যন্ত কার্যকরী ওষুধ। ইহা অন্ত্রের প্রদাহ দূর করে ও এর অভ্যন্তরীণ স্তরে সৃষ্ট ক্ষত সারিয়ে তোলে। ডায়রিয়ার হওয়ার ফলে অন্ত্রনালীর গতি অত্যধিক বৃদ্ধি পায়।
ডিসনি (DYSNI) অন্ত্রের উক্ত গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ফলে ডায়রিয়া বন্ধ হয়। ‘শিগেলা’ নামক বিশেষ ধরনের জীবাণুর আক্রমণের ফলে আমাশয় (ব্যাসিলারী ডিসেন্ট্রি) এ রোগ দেখা দেয়। ডিসনিতে বিদ্যমান উপাদানসমূহ আমাশয়ের জীবাণুকে ধ্বংস করে। শ্লেষ্মা এবং পিত্তজনিত ডায়রিয়ায় এই ওষুধটি বিশেষ কার্যকর।
উপাদান: প্রতি ট্যাবলেটে আছে :
(1) Kaolinum ponderosum (চিকনী মিট্টি) ১৪২.৯০ মিগ্রা।
(2) Piper nigrum (গোলমরিচ) ৭১.৪০ মিগ্রা।
(3) Acacia arabica (আরবী গাম) ৩৫.৭০ মিগ্রা
(4) Mercuric sulphide (দারচিকনা) ১৭.৯০মিগ্রা।
(5) Papaver somniferum (পোস্তদানা) ১৭.৯০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
ঔষধ সেবনবিধি: ১ অথবা ২ ট্যাবলেট দৈনিক ২ থেকে ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধ সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ ১০ ট্যাবলেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।