মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

রেডিড -REDID পরিপাকতন্ত্রের গোলযোগে কার্যকরী

আরোগ্য হোমিও হল / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
এত্রিফল কাশনীযী
এত্রিফল কাশনীযী

রেডিড -REDID পরিপাকতন্ত্রের গোলযোগে কার্যকরী

ক্যাটাগরি :  রেডিড (REDID) হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক (হামদর্দ মেডিসিন)

ঔষধের বিবরণ দেখুন :

রেডিড (REDID)

রুবার্ব

পরিপাকতন্ত্রের গোলযোগ নিরাময়ে অত্যান্ত কার্যকরী।

প্রস্তুত প্রণালী : রেডিড (REDID) রেডিড রেউচিনি, আদা এবং অন্যান্য মূল্যবান ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : রেডিড (REDID) ঔষধটি পরিপাকতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে অত্যান্ত কার্যকরী। ট্যাবলেট রেডিড পরিপাকতন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। এতে ব্যবহৃত রেউচিনি অম্লাধিক্য, পেট ফাঁপা এবং পেট ব্যথা উপশম করে। আদা পেট ফাঁপা, বমি, বমিভাব, পেট ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য এর চিকিৎসায় অত্যন্ত কার্যকর।নির্দেশনা:

 

আরও পড়ুন –   ই-লেক্স ট্যাবলেট (নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্যে)

 

নির্দেশনা : অম্লজনিত বুক জ্বালা, বায়ুজনিত পেট ব্যথা, পেট ফাঁপা, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

 

ঔষধের উপাদান: প্রতি ট্যাবলেটে আছে :

(1) Rheum emodi (রেউচিনি) ১৯৫.০০ মিগ্রা।

(2) Zingiber officinale (আদা) ৩২.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

 

আরও পড়ুন – এইচ আর – ৩৯ (কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় কার্যকর)

 

ঔষধ সেবনবিধি : ১ ট্যাবলেট সকালে ও রাত্রে  সেব্য, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের থেকে দুরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে স্ট্রিপবদ্ধ প্যাকে ১০ x ১০টি ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev