আরক মাউল্-হায়াত – ARQ MAUL HAYAT সাধারণ শক্তিবর্ধক
আরক মাউল্-হায়াত
প্রস্তুত প্রণাণী : হামর্দদ।
সাধারণ শক্তিবর্ধক
কার্যকারিতা : ফুসফুসের প্রদাহ, কাশি, শারীরিক, স্নায়বিক দুর্বলতা, জ্বর, ঠান্ডা, হৃদকম্প ও প্রস্রাবকালীন জ্বালা পোড়া ইত্যাদি।
ঔষধের বর্ণনা : আরক মাউল্-হায়াত (ARQ MAUL HAYAT) শ্বেত চন্দন, গুলঞ্চ, রক্ত চন্দন ইত্যাদি মূল্যবান ওষুধি উদ্ভিদের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এটিি একটি ইউনানী ওষুধ। আরক মাউল্-হায়াত (ARQ MAUL HAYAT) ঔষধটি শারীরিক দুর্বলতা, ফুসফুসের দুর্বলতা, হৃৎপিন্ডের দুর্বলতা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইহা মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যায় অত্যন্ত কার্যকরী। শ্বেত চন্দন স্নায়ু শক্তিবর্ধক, শান্তকারক। ইহা মূত্রতন্ত্র ও শ্বাসনালীর মিউকাস মেমব্রেনকে সুরক্ষা করে। গুলঞ্চ জ্বর ও প্রদাহ দূর করে এবং রক্ত পরিশোধন করে। রক্ত চন্দন হৃৎপিন্ড, লিভার ও পাকস্থলীর দুর্বলতা দূর করে।
উপাদান: প্রতি ৫ মিলি আরকে আছে :
(1) Santalum album (শ্বেত চন্দন) ৫০ মিগ্রা।
(2) Tinospora cordifolia (গুলঞ্চ) ৫০ মিগ্রা।
(3) Pterocarpus santalinus (রক্ত চন্দন) ৫০ মিগ্রা।
(4) Cyperus rotundus (নাগরমুথা) ৫০ মিগ্রা।
(5) Fumaria parviflora (ক্ষেতপাপড়া/শাহ্তারা) ৫০ মিগ্রা।
(6) Nymphaea nouchali (শাপলা) ৫০ মিগ্রা।
(7) Ayadirachta indica (নিম ছাল) ৫০ মিগ্রা।
(8) Cichorium intybus (কাসনী) ৫০ মিগ্রা।
(9) Foeniculum vulgare (মৌরি) ৫০ মিগ্রা।
(10) Lagenaria siceraria (লাউ বীজ) ৫০ মিগ্রা।
(11) Coriandrum sativum (ধনিয়া) ৫০ মিগ্রা।
(12) Fagonia cretica (দুরালভা) ২৫ মিগ্রা।
(13) Sphaeranthus indicus (মুন্ডীরী ফুল) ২৫ মিগ্রা।
(14) Glycyrrhi“a glabra (যষ্টিমধু) ২৫ মিগ্রা।
(15) Ocimum sanctum (তুলসী বীজ) ১০ মিগ্রা।
(16) Elettaria cardamomum (ছোট এলাচ) ১০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
ঔষধ সেবনবিধি : ৪-৮ চা চামচ (২০-৪০ মিলি) দৈনিক ১থেকে ২ বার সেবন করুণ, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব নেই।
বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : এম্বার বোতলে ৪৫০ মিলি আরক।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।