বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

লিনা (LINA) অপুষ্টির চিকিৎসায় অত্যন্ত কার্যকর

আরোগ্য হোমিও হল / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন
লিনা  (LINA) অপুষ্টির চিকিৎসায় অত্যন্ত কার্যকর
লিনা  (LINA) অপুষ্টির চিকিৎসায় অত্যন্ত কার্যকর

লিনা  (LINA) অপুষ্টির চিকিৎসায় অত্যন্ত কার্যকর

প্রস্তুত প্রণালী : হামর্দদ।

ব্যবহার :  অ্যালার্জি প্রতিরোধক, কোলেষ্টেরল কমানোর ওষুধ, চর্মরোগের ওষুধ, চুলপড়া প্রতিরোধক ওষুধ, রক্তবর্ধক ওষধ, শক্তিবর্ধক।

কার্যকারিতা : অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, রক্তাল্পতা, অ্যান্টিবায়োটিক সেবনজনিত অসুস্থতা, অ্যান্টিবায়োটিক সেবনজনিত অসুস্থতা, অ্যালার্জিক প্রতিক্রিয়া, মাতৃদুগ্ধ নিঃসরণ হ্রাস, কোলেষ্টেরলের মাত্রা বৃদ্ধি, চর্ম রোগ, চুলপড়া, ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি, ওজন হ্রাস ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা: লিনা  (LINA) স্পিরুলিনা নামক এক প্রকার আণুবীক্ষনিক নীলাভ সবুজ শৈবালের শুষ্ক পাউডার দ্বারা প্রস্তুত করা হয়েছে। লিনা  (LINA) বহুমূখী গুণসম্পন্ন হারবাল ওষুধ। স্পিরুলিনাতে প্রচুর পরিমাণে প্রোটিন (৬৮-৭০%), ভিটামিন (এ, বি১, বি২, বি৩, বি৬, বি১২, সি, ডি, ই, কে ইত্যাদি), মিনারেল (আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, সেলিনিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি), ট্রেস এলিমেন্টস, উদ্ভিজ্জ রঞ্জক পদার্থ যেমন – বিটাক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম বিদ্যমান রয়েছে। বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয়ভাবে স্পিরুলিনা নামক এই শৈবালটিকে শারীরিক দুর্বলতা ও অপুষ্টি দূরীকরণের জন্য অধিক থেকে অধিকতর গুরুত্ব দিচ্ছে।লিনা  (LINA) সুস্বাস্থ্য ও নীরোগ জীবন নিশ্চিত করে। এছাড়াও লিনা  (LINA)  শিশু, প্রাপ্ত বয়স্ক, গর্ভবতী মহিলা, দুগ্ধদানকারী মা, খেলোয়ার ও বয়স্ক লোকদের জন্য লিনা  (LINA) আদর্শ ওষুধ।

ঔষধটির উপাদান:  লিনা  (LINA) ৫০০ মিগ্রা: প্রতি ক্যাপসুলে আছে-

(1) Spirulina (স্পিরুলিনার শুষ্ক পাউডার) ৫০০ মিগ্রা।

(2) Spirulina (স্পিরুলিনা শুষ্ক পাউডার) ২৫০ মিগ্রা।

আরও পড়ুন –  জিংক মেট 3x (জীবনিশক্তি দুর্বলতায় কার্যকরী)

ঔষধ সেবনবিধি: লিনা  (LINA) ৫০০ মিগ্রা: ১টি ক্যাপসুল সাকালে ও রাত্রে (২ বার) সেবন করুণ।

লিনা  (LINA) ২৫০ মিগ্রা: ২ ক্যাপসুল দৈনিক  সকালে ও রাত্রে  অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অতিরিক্ত মাত্রায় সেবনে কদাচিৎ পরিপাকতন্ত্রের সমস্যা যেমন – বমি-বমিভাব পরিলক্ষিত হতে পারে।

আর পুড়ন – অ্যালুমিনা 3x-6x (সাদাস্রাব, পেশীর দুর্বলতা)

সতর্কতা: গর্ভকালীন ও দুগ্ধদানকারী মায়েদের সেবনের বিষয়ে কোন বিধি-নিষেধ নেই।

বিশেষ সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।

সংরক্ষণ: আলো -বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: লিনা ৫০০ মিগ্রা: প্রতি বাক্সে ৩০টি ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev