বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯৬ (মাথা ঘোরা)

আরোগ্য হোমিও হল / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:১৪ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯৬ (মাথা ঘোরা)

RAX NO – 96 (Cocculus Comp)

RAX NO – 96 ঔষধ মিশ্রণ : Cocculs ind 30c. Gelsemium 30c. Kali phos 30c. Nat Sulf 30c. Pulsatilla 30c. Sanicula 30c.

RAX NO – 96 মাথা ঘোরার লক্ষণ : মাথা ঘোরা অনেক কারণে হতে পারে যেমন দুর্বলতা, এ্যানেমিয়ার কারণে বসা থেকে দাড়ানোর কারণে হাঁটা বাকানো, জোড়ে, হাটা, শোয়া উপর থেকে নীচে তাকানো মস্তিস্কে রক্ত প্রবাহে বাধাগ্রস্ত, ভ্রমনের সময় শারীরিক এবং মানসিক দুর্বলতা উচ্চ রক্তচাপ ও নিন্ম রক্তচাপ এবং মাসিক সমস্যা। র‌্যাক্স নং ৯৬ মাথা ঘোরা উপশ্রমে উত্তম প্রতিষেধক।

RAX NO – 96 ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

RAX NO – 96 ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 96 ঔষধ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন। 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev