চোখ (Eyes)
চোখের কনীনিকায় ক্ষত—সাইলেসিয়া।
চোখের কনীনিকায় দাগ—ক্যালকেরিয়া ফ্লোর।
চোখের কনীনিকায় সাদা সাদা দাগ—নেট্রাম মিউর ।
চোখের কনীনিকায় গণ্ডমালা দোষ হেতু ক্ষত–ক্যালকেরিয়া ফস, নেট্রামমিউর, নেট্রাম ফস ।
চোখের কনীনিকায় অগভীর ও বিস্তৃত ক্ষত–কেলি মিউর ।
চোখের কনীনিকায় ফোস্কা—নেট্রাম মিউর ।
চোখের কনীনিকায় ছোট ছোট উদ্ভেদসহ চুলকানি—নেট্রাম ফস, নেট্রাম সালফ।
চোখে বৈদ্যুতিক আলো অসহ্য-ক্যালকেরিয়া ফস ।
চোখের কনীনিকায় প্রথম স্ফোটক—ফেরাম ফস।
চোখের পাতার কিনারায় জ্বালা—নেট্রাম সালফ।
চোখের কোণে পীড়া–ফেরাম ফস, নেট্রাম মিউর ।
চোখের পাতায় জলপূর্ণ অর্বুদ—সাইলিসিয়া নেট্রাম সালফ ।
চোখের পাতায় অস্বচ্ছতায়— কেলি সালফ, নেট্রাম মিউর ।
চোখ হইতে গাঢ় হরিদ্রাবর্ণের স্রাব – ক্যালকেরিয়া সালফ ।
চোখ হইতে চকচকে স্রাব—নেট্রাম মিউর ।
চোখ হইতে সাদা স্রাব—ক্যালকেরিয়া সালফ ।
চোখ হইতে সরের ন্যায় হরিদ্রাবর্ণের স্রাব—নেট্রাম ফস ।
চোখ হইতে সবুজাভ হরিদ্রাবর্ণের স্রাব –কেলি মিউর, কেলি সালফ ।
ডিপথিরিয়া পর ট্যারা দৃষ্টি—কেলি ফস ।
ছানি—ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, কেলি সালফ, নেট্রাম মিউর, সাইলিসিয়া ।
পায়ের ঘাম অবরুদ্ধ হইয়া ছানি—সাইলিসিয়া ।
চোখের কোটরে পূঁজ জমা হেতু ছানি—ক্যালকেরিয়া সালফ ।
চোখের পাতার ভিতরে প্রদাহ—ফেরাম ফস, ক্যালকেরিয়া ফ্লোর, কেলি সালফ ।
উদ্ভেদযুক্ত কনজাংটিভাইটিস—নেট্রাম ফস, কেলি মিউর।
কনজাংটিভাইটিস সহ হরিদ্রাবর্ণের স্রাব—নেট্রাম ফস ।
কনজাংটিভাইটিস সহ সাদাস্রাব—কেলি মিউর ।
চোখের পল্লবে হরিদ্রাবর্ণের মামড়ি—কেলি সালফ ।
শিশুদের চোখের গোলক প্রদাহ—কেলি সালফ, নেট্রাম ফস।
চোখের ঝাপসা দৃষ্টি—ম্যাগনেসিয়া ফস ।
চোখের চারিদিকে জ্বালা—নেট্রাম সালফ ।
চোখের চারিদিকে ছোট ছোট ফোস্কা— নেট্রাম সালফ ।
চোখের কোণে লালবর্ণের ফোস্কা–ফেরাম ফস, নেটাম ফস ।
চোখের কোণে বালুকণা আছে এমনবোধ—কেলি মিউর ।
চোখের গভীর ক্ষত–ক্যালকেরিয়া সালফ ।
চোখের স্ফোটক—ফেরাম ফস, ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া ।
সিলিয়ারী স্নায়ুর শূল—নেট্রাম মিউর ।
ডান দিকের চোখে স্নায়ুশূল—সাইলিসিয়া ।
চোখের সাময়িক স্নায়ুশূল তৎসহ চোখ হইতে জল পড়ে—নেট্রাম মিউর ।
চোখের সাময়িক স্নায়ুশূল উত্তাপে উপশম—ম্যাগনেসিয়া ফস ।
গণ্ডমালা ধাতুগ্রস্ত লোকের চোখের গোলকে প্রদাহ—ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস ।
চোখের গোলক স্ফীতি—ক্যালকেরিয়া সালফ ।
চোখের দৃষ্টি শক্তির অভাব—কেলি ফস ।
ক্রিমির জন্য ট্যারা দৃষ্টি—নেট্রাম ফস ।
চোখের অঞ্জনি—সাইলিসিয়া ।
চোখের স্পন্দন—ম্যাগনেসিয়া ফস, ক্যালকেরিয়া সালফ ।
অন্ধ দৃষ্টি—ক্যালকেরিয়া সালফ ।
চোখ দিয়া জল পড়া—নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।
পড়ার সময় অক্ষর জড়াইয়া যায়—নেট্রাম মিউর ।
মনে হয় চোখের সামনে পোকা উড়িতেছে—ক্যালকেরিয়া ফ্লোর, সাইলিসিয়া ।
চোখের প্রদাহের জন্য অত্যন্ত বেদনা—ফেরাম ফস।
চোখের সম্মুখে পাতলা পরদা বোধ—নেট্রাম মিউর ।
চোখের প্রদাহে স্রাব-শূন্যতা— ফেরাম ফস।
চোখের সম্মুখে নানা বর্ণের দর্শন—ম্যাগনেশিয়া ফস ।
চোখের সম্মুখে তারা দর্শন—ক্যালকেরিয়া ফ্লোর, ম্যাগনেশিয়া ফস ।
চোখের মধ্যে যেন অন্য বস্তু আছে—ক্যালকেরিয়া সালফ ।
চোখের পল্লব সঞ্চালনে বেদনাবোধ—ফেরাম ফস ।
চোখে অত্যন্ত পিচুটি পড়ে—কেলি মিউর ।
চোখের পাতায় আক্ষেপ—ক্যালকেরিয়া ফস, ম্যাগনেসিয়া ফস।
চোখে আঘাত লাগা হেতু যন্ত্রণা—ক্যালকেরিয়া ফ্লোর।
চোখের ভিতর ঘোর লালবর্ণ – ফেরাম ফস, নেট্রাম ফস।
চোখে এক বস্তুকে দুইটি দেখা—ম্যাগনেসিয়া ফস ।
চোখে চুলকানি—ম্যাগনেসিয়া ফস ।
চোখ মিট মিট করা—ম্যাগনেসিয়া ফস, ক্যালকেরিয়া সালফ ।
চোখের সম্মুখে যেন জাল—নেট্রাম মিউর ।
চোখের গ্লুকোমা—নেট্রাম মিউর ।
চোখের পাতা জুড়িয়া যাওয়া—নেট্রাম মিউর, সাইলিসিয়া ।
চোখের অস্পষ্ট দৃষ্টি—নেট্রাম ফস ।
চোখের দুর্বল দৃষ্টি শক্তি—কেলি ফস ।
চোখের অর্ধদৃষ্টি রোগ—ক্যালকেরিয়া সালফ।
চোখের গোলকের সম্মুখাংশে পূজসঞ্চয়—ক্যালকেরিয়া সালফ,কেলি মিউর, সাইলিসিয়া ।
চোখের প্রদাহ—কেলি মিউর, নেট্রাম মিউর ।
চোখের ভিতরে ব্যথা—ফেরাম ফস ।
চোখের পাতায় টিউমার—সাইলিসিয়া ।
চোখের পেশীতে বেদনা—নেট্রাম মিউর, ম্যাগনেসিয়া ফস।
উত্তেজিত অবস্থায় তাকাইলে চোখে যন্ত্রণা—কেলি ফস ।
চোখের তারকায় আড়ষ্ট ভাব—ম্যাগনেসিয়া ফস ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।