বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯৯ (কার্বাংকল)

আরোগ্য হোমিও হল / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:০০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯৯ (কার্বাংকল)

RAX NO – 99 (Carbuncles)

র‌্যাক্স নং- ৯৯ ঔষধ মিশ্রণ : Lachesis 30c. Acid carb 30c. Calc sulf 30c. Kali mur 30c. Nat sulf 30c. Silicea 30c.

র‌্যাক্স নং- ৯৯ কার্বাংকল রোগের লক্ষণ : পিঠ অথবা গলার পিছনে হয়ে থাকে। ব্যথার সাথে গরম লাল অথবা পুঁজ। নীল অথবা বেগুনী রং এর সাথে সাদা, হলুদ, কালো, সজুজ অথবা লাল রং। এগুলি খুব দ্রুত বর্ধন হয় এবং কোন কোন সময় পঁচা ঘা অর্থাৎ গ্যাংগ্রীন হতে পারে। এগুলি অবশ্যই ডায়াবেটিক রোগী ক্ষেত্রে হয়ে থাকে। র‌্যাক্স নং-৯৯ কাঠাংকলস এর উত্তম প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করে।

র‌্যাক্স নং- ৯৯ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

র‌্যাক্স নং- ৯৯ ঔষধের  পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৯৯ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev